Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ছিঃ ছিঃ, একি অবস্থা রাজ্যের! এবার গ্রেপ্তার হলেন হেভিওয়েট বিধায়ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকারের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, অনেকে অতীতে জেলে পর্যন্ত গিয়েছেন এবং এখনও জেলে রয়েছেন, তখন বিরোধীরা বিজেপি বিরোধী শক্তি দুর্নীতির আতুড়ঘর বলে কটাক্ষ করছে। আর এই পরিস্থিতিতে এবার চরম অস্বস্তি তৈরি হলো আম আদমি পার্টির অন্দরে। যেখানে পাঞ্জাবে দুর্নীতি এবং প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হলো সেখানকার আপ বিধায়ক রমণ আরোরাকে।

সূত্রের খবর, পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক রমণ অরোরার বিরুদ্ধে উঠেছিল মারাত্মক অভিযোগ। যেখানে নিজের বিধানসভা এলাকার বেশ কিছু ব্যক্তির কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। যে ঘটনায় অনেকে গ্রেপ্তার হলেও এই আম আদমি পার্টির বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার ভিজিলেন্স ব্যুরোর পক্ষ থেকে তাকেও গ্রেফতার করা হলো।

বিরোধীদের দাবি, আম আদমি পার্টি থেকে শুরু করে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে যারা একজোট হয়েছিল, তারা সকলেই সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত। এই ঘটনার মধ্যে দিয়ে আরও একবার তা প্রমাণ হয়ে গেল। এর ফলেই বোঝা যাচ্ছে যে, দুর্নীতির বিরুদ্ধে কারা লড়াই করে, আর কারা দুর্নীতিকে লালন করে!

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা আম আদমি পার্টির কাছে যথেষ্ট অস্বস্তিদায়ক। এমনকি যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে এবং আম আদমি পার্টির ঘনিষ্ঠ, তারাও এই ঘটনার ফলে অনেকটা চাপে পড়ে যাবেন। স্বচ্ছতা নিয়ে বড় বড় ডায়লগ দেওয়া দলের বিধায়কের এই রুচি নিয়ে প্রশ্ন উঠবে বিভিন্ন মহলে। আর এর ফলে বাড়তি মাইলেজ পাবে গেরুয়া শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version