Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ছিঃ, ছিঃ! তৃণমূলের কি অবস্থা? এবার খুনের ঘটনায় গ্রেপ্তার ব্লক সভাপতি!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এতটাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যে, তাদের কাছ থেকে মানুষ আর কোনো কথা শুনতে চাইছে না। শুধু দুর্নীতি নয়। যেখানেই অপরাধ, যেখানেই অত্যাচার, সেখানেই তৃণমূল নেতাদের নাম জড়িয়ে পড়ছে। গোটা রাজ্যজুড়েই তৃণমূল মানুষের ওপর দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। সামনেই ২৬ এর নির্বাচন। এই সময় অন্তত তৃণমূল নিজেদের ভাবমূর্তি সচ্ছ রাখতে সবরকম চেষ্টা করবে। এমনটাই সকলে আশা করেছিলেন। কিন্তু এবার যে ঘটনা সামনে এলো, তারপর সকলে একটাই কথা বলছেন যে, তৃণমূল দলটার সবকিছুই হয়ত শেষ হয়ে গিয়েছে। এরা হয়ত নিজেদের আর স্বচ্ছ করে তুলতে পারবে না।

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এখন চেষ্টা করছে নিজেদের ঘর গোছানোর। বিভিন্ন জায়গায় সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়ে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তারা স্বচ্ছতাকে প্রাধান্য দেয়। কিন্তু কিসের স্বচ্ছতা? যে দল মুখে স্বচ্ছতার কথা বলে, কিন্তু কাজে তাদের কোনো মিল নেই, তাদের এই সমস্ত বার্তা যে মানুষের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়, তা আবার প্রমাণ হয়ে গেল। যেখানে এবার নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন কোচবিহারে তৃণমূলের এক ব্লক সভাপতি। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পর রীতিমত ঘুম উড়ছে রাজ্যের শাসক দলের।

জানা গিয়েছে, নিউটাউনে এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে একটি তৃনমূল নেতাকে। আর গ্রেফতার হওয়া সেই তৃণমূল নেতা কোচবিহারের তৃণমূলের একটি ব্লকের সভাপতি। আর সজল সরকার নামে ওই তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার পরেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূলের স্বচ্ছতা বলে কিছু নেই। যেখানেই অপরাধ, সেখানেই জড়িত থাকবে তৃণমূল নেতারা। এই ঘটনার মধ্যে দিয়ে আবারও তা প্রমাণ হয়ে গেল বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version