Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking চলতি মাসেই ফের রাজ্যে আসছেন মোদী, পুজোর আগেই বড় কর্মসূচি বাংলায়!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ঘনঘন বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। ভোট এলেই ভোট পাখিদের দেখা যায় বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা-নেত্রীরা। কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে মেট্রো রুটের উদ্বোধন এবং অন্যদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। আর এবার দুর্গাপুজোর আগেই ফের বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। তবে শুধু তিনি নন, তার সঙ্গে বাংলায় আসতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও।

কিন্তু ঠিক কি কারণে এবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী? তার কি এবারও কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে! নাকি প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি? যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স অনুষ্ঠান রয়েছে। আর সেখানেই যোগ দিতে কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তার সঙ্গে বাংলায় আসবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

তবে প্রধানমন্ত্রীর এই সফরের খবর সামনে আসার পরেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি তিনি রাজনৈতিক কোনো কর্মসূচিতেও বাংলায় যোগ দেবেন! নাকি শুধুমাত্র এই প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতেই আসছেন? যদিও বা এখনও পর্যন্ত তার রাজনৈতিক কোনো কর্মসূচি সম্পর্কে খবর পাওয়া যায়নি। তবে পূজোর আগেই প্রধানমন্ত্রীর এই বাংলায ভাষাকে ঘিরে রীতিমত খুশির বন্যা বইতে শুরু করেছে বিজেপি নেতা কর্মীদের মধ্যেও। তাই আপাতত তার প্রশাসনিক কর্মসূচি সম্পর্কে খবর পাওয়া গেলেও, পরবর্তীতে সেই কর্মসূচির সঙ্গে আরও কোনো কর্মসূচির সংযোজন হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version