Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি, এবার বন্ধ ঘরে হুমায়ুনের সঙ্গে কথা পুলিশ অফিসারদের! হচ্ছেটা কি?

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবীর। গতকালই তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন তিনি। তারপর তিনি জানিয়ে দিয়েছেন যে, প্রশাসন তাকে সহযোগিতা করবে। আর তিনি যদি প্রশাসনের সহযোগিতা না পান এবং প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে কি হতে পারে, তার জন্যও তিনি প্রস্তুত আছেন।‌ তবে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তাকে বাড়তি প্রচার দেওয়া এবং এর পেছনে যে তৃণমূল এবং হুমায়ুন কবীরেরই একটা গোপন সমঝোতা রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। তাই তারা তৃণমূলের এই সমস্ত পাতা ফাঁদে পা দিতে নারাজ। আর এসবের মধ্যেই আজ সেই হুমায়ুন কবীরের সঙ্গে কথা বলতে পৌঁছে গেল পুলিশ। যেখানে একটি বন্ধ ঘরে তার সঙ্গে পুলিশের দুজন অফিসার কথা বলছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর এখানেই প্রশ্ন যে, ঠিক কি আলোচনা চলছে সেখানে?

গতকাল থেকেই খবরের শিরোনামে রয়েছেন হুমায়ুন কবীর। তাকে তৃণমূল সাসপেন্ড করেছে। কিন্তু তারপরেও তিনি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বাবরি মসজিদের অবস্থান থেকে যে সরবেন না, তা জানিয়ে দিয়েছেন। তবে এসব কিছুই যে তৃণমূল এবং হুমায়ুন কবীরের নাটক এবং সাসপেন্ড করে তৃণমূল যে হিন্দু ভোট পেতে লোক দেখানোর চেষ্টা করছে, তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সংবাদমাধ্যমের একটা অংশ যেভাবে হুমায়ুন কবীরকে নিয়ে মাতামাতি শুরু করেছে এবং তাকে বাড়তি প্রচার দিচ্ছে, তাতেও অনেকের মনেই সন্দেহ তৈরি হচ্ছে যে, এটা তৃণমূলেরই কোনো গোপন এজেন্ডা নয় তো? তবে বিজেপি যে হুমায়ুন কবীর এবং তৃণমূলের এই নাটক ধরে ফেলেছে, তা আজ শুভেন্দুবাবুর কথার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এসবের মধ্যেই রাত বাড়তেই আরও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি সামনে এলো।

সূত্রের খবর ইতিমধ্যেই হুমায়ুন কবিদের সঙ্গে কথা বলতে বেলডাঙ্গায় পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা যেখানে হরিহরপাড়া এবং রেজিনগরের আইসিরা বন্ধ ঘরে ভরতপুরের বিধায়কের সঙ্গে কথা বলছেন বলেই খবর আর এখানেই প্রশ্ন যে হঠাৎ করে বন্ধ ঘরে কেন কথা বলতে হচ্ছে এই পুলিশ আধিকারিকদের? অনেকে খোঁচা দিয়ে বলছেন, তৃণমূলের এই সাসপেন্ডের নাটকের খেলা সকলেই ধরে ফেলেছে। তাই তাদের ফাঁদে কেউ পা দিচ্ছে না। সেই কারণেই হয়ত শীর্ষস্তর থেকে কি নির্দেশ আছে এবং কিভাবে পথ চলতে হবে, তার পরবর্তী ব্লু প্রিন্ট হয়চ পৌঁছে দেওয়া হচ্ছে হুমায়ুন কবীরকে। আর সেই মতই তিনি পথ চলবেন। আসলে এসব বিজেপির হিন্দু ভোট কাটার চেষ্টা এবং হুমায়ুন কবীরকে বাড়তি মাইলেজ দেওয়ার প্রচেষ্টা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বাবরি মসজিদ শিলান্যাসের আগের দিন হুমায়ুন কবীরের সঙ্গে বন্ধ ঘরে দুজন আইসির এই কথোপকথন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version