Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking দাগি অযোগ্যের তালিকা প্রকাশ হতেই ক্ষমা প্রার্থনা! ফেসবুকে কান ধরে ওঠবস তৃণমূল নেতার!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শিক্ষায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার হচ্ছে বিরোধীরা। তবে সম্প্রতি এসএসসির পক্ষ থেকে আদালতের নির্দেশে ১৮০৪ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সেই তালিকায় তৃণমূল বিধায়কের বৌমা থেকে শুরু করে আরও এক তৃণমূল নেতা-নেত্রী এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের নাম দেখতে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা আরও বেশি করে তৃণমূলকে চেপে ধরতে শুরু করেছে। তাদের বক্তব্য যে, এতদিন ধরে তারা তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা এই চাকরি পেয়েছে এবং তারা অযোগ্য হয়েও সরকারের বেতন নিয়েছে বলে যে অভিযোগ করতেন, তা তো সত্যি হয়ে গেল। আর বিরোধীরা যখন এই অযোগ্যের তালিকাকে হাতিয়ার করে শাসক দলকে চেপে ধরছে, ঠিক তখনই নিজের দলের অস্বস্তি বাড়িয়ে দুর্নীতির ঘটনায় ফেসবুকে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন এক তৃনমূল নেতা। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, বর্তমানে এসএসসির পক্ষ থেকে যে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে অনেক তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। যার ফলে শাসক দল যথেষ্ট অস্বস্তিতে। আর তার মধ্যেই সেই দলেরই অস্বস্তি বাড়িয়ে ফেসবুকে ভিডিওর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন তমলুক পৌরসভার তৃণমূলের এক কাউন্সিলর। যেখানে কান ধরে ওঠবস করতে দেখা গেল তাকে।

এদিন তমলুকের তৃণমূল কাউন্সিলর তথা রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি পার্থসারথি মাইতির একটি ফেসবুক ভিডিও সামনে আসে। যেখানে দেখা যায় যে, তিনি কান ধরে ওঠবস করছেন। মূলত, যে দাগী তালিকা প্রকাশ হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই তিনি সাধারণ মানুষের কাছে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইছেন বলেই মনে করা হচ্ছে। যেখানে এই তৃণমূল নেতা বলেন, “টাকা নিয়ে আমাদের দলের নেতারা মুখ খুলছে না। গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাই আমি জনগণের কাছে ক্ষমা চাইছি।” অর্থাৎ এই তৃণমূল নেতা এখন এই ধরনের বক্তব্যকে সামনে এনে বোঝানোর চেষ্টা করছেন যে, দলের অনেকে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও, তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তবে নিজেকে এখন ভালো সাজানোর নাটক করে নিজের দলকে স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা বৃথা বলেই পাল্টা এই তৃণমূল নেতাকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।

Exit mobile version