Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ডান্ডাতে তেল লাগানো আছে” বিজেপি বিধায়ককে কদর্য হুমকি তৃণমূল নেতার! তুঙ্গে বিতর্ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি ২৬ নির্বাচনের বৈতরণী পার হওয়ার আগে রীতিমত আতঙ্কিত? তারা কি বুঝতে পারছে যে, এবার তাদের পক্ষে আর ভোট বৈতরণী পার হওয়া সম্ভব হবে না! আর সেই কারণে জেলায় জেলায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বিজেপি নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিতে শুরু করেছেন! কোথাও হাত পা বেঁধে রাখার হুঁশিয়ারি, আবার কোথাও বা মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো কথা শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গলায়। আর এবার আরও একধাপ এগিয়ে তৃণমূলের এক ব্লক সভাপতি বিজেপি বিধায়ককে রীতিমত কদর্য হুমকি দিয়ে বসলেন। যে মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

কি ঘটনা ঘটেছে? গোটা রাজ্যে এই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা বর্তমানে বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছেন। তৃণমূল রীতিমতো আতঙ্কিত যে, এসআইআর হলে তাদের ক্ষমতায় টিকে থাকা হবে না। আর সেই আতঙ্কেই তারা এখন বিজেপি নেতাদের ভয় দেখাতে শুরু করেছেন বলেই অভিযোগ। আর তার মধ্যেই বাঁকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ছাতনার বিজেপি বিধায়ককে রীতিমত হুমকি দিয়ে বসলেন। যেখানে উত্তরবঙ্গে যেভাবে বিজেপি জনপ্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন, সেভাবেই বিজেপিকে শায়েস্তা করা হবে বলে মন্তব্য করলেন তিনি। আর শাসক দলের নেতার এই মন্তব্যে রীতিমত সমালোচনার বন্যা বইছে রাজ্য রাজনীতিতে।

এদিন তৃণমূলের একটি মঞ্চ থেকে ছাতনার বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দেন বাঁকুড়ার ইন্দুপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খাঁ। যেখানে রীতিমত হুঁশিয়ারি দিয়ে এই তৃণমূল নেতা বলেন, “মানুষের পাশে যদি না দাড়ান, তাহলে উত্তরবঙ্গে যা ঘটেছে, এখানেও তা ঘটবে। ছাতনার বিধায়ককে দেখতে পাওয়া যায় না। তাই বিধায়ক প্রস্তুত থাকুন, আপনাকেও মানুষ ঝাঁটাপেটা করে তাড়াবে। আর এখানে এসে ঝগড়া লাগানোর ব্যবস্থা করলে, ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে। আমি বিজেপির বিধায়ককে জানিয়ে রাখি, কোনো দাঙ্গা লাগাতে আসবেন না।” তবে তৃণমূল নেতা যখন এই ধরনের হুঁশিয়ারি দিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়ে গিয়েছেন, তখন তাকে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কারণ তারা খুব ভালো মতোই জানে যে, তাদের এবার পরাজয় নিশ্চিত। আর সেই কারণেই ভয় দেখিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায়দান করার জন্য প্রস্তুত বলেই দাবি গেরুয়া শিবিরের।

Exit mobile version