Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“দাঁড়াতে পারছে না, লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে” মমতার যন্ত্রণার কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। এক পক্ষের সঙ্গে আর এক পক্ষের লড়াই ঘিরে রীতিমত সরগরম বঙ্গ রাজনীতি। প্রথম থেকেই বিজেপি দাবি করছে, এসআইআর ঠিকমত হলে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আর এখানেই তৃণমূলের ক্ষমতায় থাকার স্বপ্নভঙ্গ হয়ে যাবে। কারণ এতদিন অবৈধ ভোটারদের কাজে লাগিয়েই তৃণমূল একের পর এক ভোট বৈতরণী পার হয়ে এসেছে। আর বিজেপির এই কথাই কি সত্যি হতে চলেছে? কেননা এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছে বলে খবর। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর শুনানিতে ডাকা হলে আরও অনেকের নাম বাদ পড়বে বলেই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই সমস্ত নাম বাদ পড়ার আশঙ্কাতেই এখন কি রীতিমত আতঙ্কগ্রস্ত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? গতকাল কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে এবং বিজেপিকে যেভাবে আক্রমণ করেছেন, তারপর মুখ্যমন্ত্রীর যন্ত্রনার কারণ যে একমাত্র এসআইআর, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআরের প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। গতকাল রাত ১২ টা পর্যন্ত সিস্টেমে আপলোড করার শেষ সময়সীমা ছিল। আর এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ৬০ লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছে। তবে বৈধ একজনেরও নাম বাদ গেলে তিনি ধর্নায় বসবেন বলে গতকালই হুশিয়ারি দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন এত অস্থির হয়ে পড়েছেন, কেন এত গরমাগরম বক্তব্য রাখছেন, সেই ব্যাপারে বড় কারণ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন হাওড়ার আমতায় পরিবর্তন সংকল্প সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “যত চিৎকার করবে, বুঝতে পারবেন, পায়ে কাঁটা ফুটেছে। দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছে না। লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে। যন্ত্রণার নাম হচ্ছে, এসআইআর। যন্ত্রণার নাম হচ্ছে, সিএএ। যন্ত্রণার নাম হচ্ছে, জাগো হিন্দু জাগো। যন্ত্রণার নাম হচ্ছে গীতা পাঠ। যন্ত্রনার নাম হচ্ছে, ওঁম লেখা, স্বস্তিক লেখা, ত্রিশূল দেওয়া, বজরংবলীর মূর্তি দেওয়া ধ্বজ। এটাই হচ্ছে ওনার যন্ত্রণার আসল কারণ।”

Exit mobile version