Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ডিসেম্বরেই রাজ্যে আসতে চলেছেন মোদী! কবে, কোথায় সভা? জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহার জয়ের পরেই পশ্চিমবঙ্গে জয়লাভ করাই যে প্রধান টার্গেট, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় চলছে বৈঠক। আজ সংসদ ভবনে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এমনিতেই খবর পাওয়া যাচ্ছিল যে, ডিসেম্বর মাস থেকেই রাজ্যে আসতে শুরু করবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই মুহুর্তের পাওয়া খবরে জানা গেল যে, ডিসেম্বরের ২০ তারিখেই রাজ্যে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। ২০২১ এ বিজেপি বঙ্গ জয়ের টার্গেট পূরণ করতে না পারলেও, এবার যেভাবেই হোক, তারা যে ক্ষমতা দখল করতে চাইছে এবং সেই জন্য তারা সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করছে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি শুধু বিজেপির বঙ্গ নেতা নয় কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা দখলের ব্যাপারে এবার অত্যন্ত সিরিয়াস। তবে বিজেপির যিনি প্রধান মুখ, সেই নরেন্দ্র মোদী কবে বাংলায় আসবেন, তার দিকে তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির নেতা কর্মীরা। অবশেষে সেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে সামনে এলো বড় খবর।

সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর রাজ্যে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে রানাঘাটে একটি সভা করতে পারেন তিনি। ইতিমধ্যেই তার এই সভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। যেখানে কোন মাঠে সভা করা যায়, সেই নিয়ে তদারকি করছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও, চলতি মাস থেকেই যে বাংলার দিকে বাড়তি মনোযোগ দিতে চলেছেন স্বয়ং নরেন্দ্র মোদী, তা এই খবর যদি সত্যি হয়, তাহলে আরও বেশি করে স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version