Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের! রাজ্য বিধানসভা থেকে বেরিয়েই কড়া বার্তা সুকান্তর!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন জনবহুল এলাকায় দেওয়া হয়েছে সতর্কতা। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। যেভাবে দিল্লির লালকেল্লার কাছে এই বিস্ফোরণ হয়ে গেল, তাতে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে যে রেয়াত করা হবে না, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপির আমলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত নয় বলে অনেক বড় বড় কথা বলছেন। কিন্তু পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গতকালই সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বুঝিয়ে দিয়েছিলেন যে, যে রাজ্যের শাসক দল প্রতিনিয়ত বোমা বিস্ফোরণ হওয়ার পরেও নীরবতা পালন করে, যে রাজ্যে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীতে ভর্তি হয়ে গিয়েছে, তাদের কাছে আর যাই হোক, দেশে একটা বিস্ফোরণের ঘটনায় এই ধরনের নীতিবাক্য মানায় না। তবে বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় আগের থেকে অনেক বেশি দেশ নিরাপদ এবং সুরক্ষিত থাকলেও, যে ঘটনা ঘটেছে, তাকে সকলেই নিন্দা করছেন। তাই প্রত্যেকেই যখন এই ঘটনার কিনারা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই রাজ্য বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই গোটা দেশ দিল্লি বিস্ফোরণের ঘটনায় রীতিমত আতঙ্কের মধ্যে রয়েছেন। লালকেল্লার কাছে যেভাবে এই ধরনের ঘটনা ঘটে গেল, তাতে অনেকেই অনেক কথা বলছেন। তবে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছেন। তাই এবারেও কাউকে ছেড়ে কথা বলা হবে না বলে দাবি করছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক চলছে। পরিস্থিতির পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত যাতে এনআইএ তদন্তের রিপোর্ট দেওয়া হয়, তার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তার মধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের যে সমস্ত নেতারা এই বোমা বিস্ফোরণ নিয়ে বড় বড় কথা বলছেন এবং কেন্দ্রকে কটাক্ষ করছেন, তাদের পাল্টা যুক্তি দিয়ে তারা যে সময় কেন্দ্রের সরকারে ছিলেন, তখন ঘন ঘন বোমা বিস্ফোরণ হলেও তখন কেন তারা চুপ ছিলেন, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। তবে বর্তমান সরকারের আমলে দিল্লির লালকেল্লার কাছে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে এবার আরও বড় বার্তা দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই দিল্লি বিস্ফোরণ কান্ডের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং একজনকেও ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে, তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। আর তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে, যারা প্রতিনিয়ত এই ধরনের কার্যক্রমকে প্রতিহত করার জন্য পদক্ষেপ নিয়েছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে, ২ হাজার ৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করতে না পারতেন, তাহলে আজকে এই মৃতের সংখ্যাটা অন্য কোনো কিছু হতে পারতো।”

Exit mobile version