প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সর্বভারতীয় দল হিসেবে বিজেপির পাখির চোখ হয়ে উঠছে বাংলা। এতদিন বিজেপির নীচুতলার কর্মীরা সংশয় ছিলেন যে, তারা তো চাইছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে তো যে, বাংলায় পরিবর্তন আসুক। তবে সেই সমস্ত সংশয় দূর করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের জয়ের পরেই বাংলা জয়ের কথা জানিয়ে দিয়েছেন তিনি। একদিকে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। বিজেপি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এসআইআরের ফলে ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। আর তার ফলে তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নেবে। আর এসবের মধ্যেই আজ সাত সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলো এই ছবি।
প্রসঙ্গত, আজ সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সময়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে দিল্লিতে তার কি কর্মসূচি রয়েছে। যদিও বা বরাবরের মতই সাংগঠনিক কি কর্মসূচি রয়েছে, তা তিনি সংবাদ মাধ্যমকে জানাবেন না বলে জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তার যে একটি বৈঠক রয়েছে, সেই আভাস দিয়েছিলেন শুভেন্দুবাবু। আর তারপরেই বিজেপির সর্বভারতীয় চাণক্য বলে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের ছবি সামনে এলো। যাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি গেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। আজও তিনি যখন দিল্লি গিয়েছেন, তখন অমিত শাহের সঙ্গে যে দেখা করবেন, সেই ব্যাপারে অনেকেই প্রায় নিশ্চিত ছিলেন। তবে রাত বাড়তেই সেই ছবি সামনে এলো। তবে যে অমিত শাহের সূক্ষ্ম বুদ্ধিতে একের পর এক রাজ্য জয় করছে বিজেপি, এবার বিজেপির সেই সর্বভারতীয় চানক্যের সঙ্গে পশ্চিমবঙ্গে ক্রমাগত লড়াই দিয়ে যাওয়া শুভেন্দু অধিকারীর এই বৈঠক ২৬ এর আগে কি নয়া স্ট্র্যাটেজি তৈরি করছে? যদিও বা দলের একজন শীর্ষ নেতার সঙ্গে বিজেপিরই আর এক নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক করবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। তবে অমিত শাহের মত কৌশলী রাজনীতিবিদ, যিনি মনেপ্রাণে পশ্চিমবঙ্গে পরিবর্তন চান, তার সঙ্গে ২৬ এর ভোটের দামামা বাঁচার আগে শুভেন্দু অধিকারীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই বৈঠকের রসায়ন কি, তৃণমূলকে সরাতে কোন গোপন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হলো অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, সেই রহস্য উন্মোচনেই গোটা রাজনৈতিক মহল।
