Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিল্লি যাওয়ার হুমকি দিতেই বিপাকে অভিষেক? “বেয়াদপ” বলে হাওয়া বের করে দিলেন শুভেন্দু!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর হওয়ার পরে আতঙ্ক যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। এতদিন ছোটোখাটো, মাঝারি স্তরের নেতারা বিভিন্ন হুমকি হুশিয়ারি দিতেন। কিন্তু গতকাল থেকে তৃণমূলের শীর্ষ স্তর থেকে আসছে হুমকি, হুশিয়ারি। একেবারে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনারের নাম করে তাকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি একজন বৈধ ভোটারেরও নাম বাদ গেলে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে গিয়ে ঘেরাও করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। তবে মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলেন। এর আগেও তিনি এরকম অনেক কথা বলেছেন। তাই তার কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন যে তিনি মনে করেন না, তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, এসআইআর হওয়ার পরে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করেছেন। ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনারকে রীতিমত আক্রমণ করেছেন তিনি। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দিচ্ছেন, তখন সেই বিষয় নিয়েই প্রশ্ন করা হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। আর সেই প্রশ্নের উত্তরে অতীতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মন্তব্য করেছেন, তার যেমন কোনো গুরুত্ব ছিল না, ঠিক তেমনই তার এই কথারও কোনো গুরুত্ব নেই বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করতেই তাকে “বেয়াদপ” বলে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “ওর এই সমস্ত অনেক বড় বড় কথা জানা আছে। ওই বেয়াদপটা বলেছিল, অর্জুন সিংহ হেরে যাবে। কিন্তু অর্জুন সিংহ জিতেছে। ওই বেয়াদপট বলেছিল, সৌমিত্র খাঁ জিতলে রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খাঁ জিতেছে। ও বলেছিল, দিল্লি নাড়িয়ে দেব। ওর কথার গুরুত্ব দেন কেন আপনারা? জ্ঞানেশ কুমারজিও ইগনোর করবেন, আমরাও ইগনোর করব। ও করে দেখাক। দম থাকলে করে দেখাক।”

Exit mobile version