Site icon প্রিয় বন্ধু মিডিয়া

 দেশে নয়, এবার কি বাংলাতেই লাগতে চলেছে যুদ্ধ? ভয়ংকর দৃশ্য সামনে আসতেই আতঙ্কে জনতা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– ভারত-পাক যুদ্ধের আবহে দেশের জম্মু, কাশ্মীর সহ রাজস্থানের কিছুটা অংশে মাঝেমধ্যেই রাতের আকাশে দেখা যেত ড্রোন। হয়ে যেত ব্ল্যাক আউট। সকলেই নিশ্চিত ছিলেন যে, শত্রুরা নজরদারি চালাচ্ছে। আর এবার সেই ড্রোনের আলোর মতই রাতের আকাশে উত্তরবঙ্গে দেখা গেল কিছু রহস্যময় আলো। সোমবার রাতে এই দৃশ্য সামনে আসতেই রীতিমত মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যেবেলা বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ, এই সমস্ত এলাকায় আকাশে একসাথে অনেকগুলো রহস্যময় আলো ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই তা ছবি আকারে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই বিষয় নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য। অনেকের মধ্যেই প্রশ্ন, শত্রুরা নজর রাখছে না তো? তাহলে কি দেশের বদলে এবার টার্গেট বাংলা? বাংলাতেও কি এবার লাগতে পারে যুদ্ধ? এদিন এই প্রসঙ্গে রায়গঞ্জ থানার টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমিও দেখেছি, দুটো আলোর বিন্দু‌। তবে মনে হয় না ড্রোন। তাহলে এত উঁচু দিয়ে যেত না। স্যাটেলাইট হতে পারে।” অন্যদিকে যে আলো দেখা গিয়েছে, তা ড্রোন নয় বলেই জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার।

বলা বাহুল্য, কিছুদিন আগে কলকাতাতেও রাতের আকাশে বেশ কিছু ড্রোন উড়তে দেখা যায়। যার ফলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। এমনিতেই যুদ্ধের আবহ কিছু দিন আগেই শেষ হয়েছে। আর তার মধ্যে এই ধরনের ড্রোন শহর কলকাতায় ঘুরতে দেখা নিয়ে সকলেই আতঙ্কে পড়ে যান। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে শুরু করে বালুরঘাটের আকাশে রাতে দেখা গেল সন্দেহজনক আলো।

বিশেষজ্ঞরা বলছেন, রাতের আকাশে এই আলোর উৎস কি, তা এখনও কেউ খুঁজে বের করতে পারছে না। অনেকে বলছে, ড্রোন, আবার অনেকে বলছেন, স্যাটেলাইট জনিত কিছু হবে। কিন্তু কি সেটা, যতক্ষণ না সাধারণ মানুষ নিশ্চিত ভাবে জানছেন, ততক্ষণ তাদের মনে আশঙ্কার আগুন কোনোভাবেই নিভছে না।

Exit mobile version