Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন! নিজেদের সাংসদদেরই ভোট পেল না ইন্ডি জোট!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ দেশের উপরাষ্ট্রপতির পদের নির্বাচন ছিল। আর সেই নির্বাচনী যে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয় লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন সকলেই। তবে বিরোধী দলের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছিল, সেই বি সুদর্শন রেড্ডি কতটা প্রভাব ফেলতে পারবেন, কতটা মার্জিন কমিয়ে আনতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে, তা নিয়ে একটা চর্চা ছিল রাজনৈতিক মহলে। কিন্তু ফলাফল প্রকাশ হতেই যা দেখা গেল, তাতে বড়সড় ধাক্কা খেলো বিরোধীরা। জিততে তো তারা পারলেনই না। উল্টে তাদের যে সাংসদ সংখ্যা ছিল, যে ভোট তারা পাবে ভেবেছিলেন, সেই ভোটও পেলেন না বিরোধী দলের প্রার্থী।

প্রসঙ্গত, এদিন উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম ছিল জাতীয় রাজনীতি। কিছুক্ষণ আগেই সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। যেখানে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২ টি ভোট। অন্যদিকে বিরোধীদের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ টি ভোট। স্বাভাবিকভাবেই এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন যে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন, এই ব্যাপারে দ্বিমত নেই কারও মধ্যেই। এখন তিনি কবে শপথ নেন, সেটাই লক্ষ্যণীয় বিষয়।

তবে এই ফলাফল সামনে আসার পরেই চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে বিরোধী জোট ইন্ডির নেতা-নেত্রীদের মধ্যে। কেননা বিরোধী জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তাদের সমস্ত সাংসদরাই ভোট গ্রহণ পর্বে অংশ নেবেন। আর সেটাই যদি হয়, তাহলে ৩১৫ জন সাংসদ যদি ভোটাধিকার প্রয়োগ করেন বিরোধীদের পক্ষ থেকে, তাহলে তো ৩১৫ টি ভোট পাওয়ার কথা বিরোধী প্রার্থীর। সেক্ষেত্রে তিনি ৩০০ টি ভোট পেয়েছেন। তাহলে যে ১৫ টি ভোট তিনি পেলেন না, সেই ভোটগুলি গেল কোথায়? তাহলে কি সেই ভোটগুলো বাতিল হয়ে গিয়েছে! নাকি বিরোধীদের পক্ষ থেকেই ক্রস ভোটিং হয়েছে? স্বাভাবিক ভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর জয়লাভ যখন শাসক শিবিরের উচ্ছ্বাসের আবহ তৈরি করেছে, ঠিক তখনই চরম হতাশা গ্রাস করেছে বিরোধী শিবিরে। এখন ১৫ টি ভোট কম পেয়েছে বিরোধী দলের প্রার্থী, সেই ১৫ টি ভোট কোথায় গেল, তার রহস্য উন্মোচন করতে গিয়ে কি তথ্য সামনে আনেন ইন্ডি জোটের নেতা-নেত্রীরা, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

Exit mobile version