Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবেন অভিষেক? “যেখানে মমতা হারে, সেখানে আর কেউ স্টকে নেই” পাল্টা দিলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অনেক আশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে শুভেন্দু অধিকারীকে জব্দ করতে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শক্তি কতটা, তা তিনি প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূলে যে বড় কোনো মাপের নেতা, নেত্রী নেই, এটা সকলেই জানে। কিন্তু সম্প্রতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার একটি মন্তব্য করেছেন যে, উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য নন্দীগ্রামে তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে, তিনি দল তাকে যেখানে কাজে লাগাবে, সেখানেই দাঁড়াবেন। দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াতে, তাহলে তিনি সেখানেও দাঁড়াবেন। আর অভিষেকবাবুর সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরাজিত হন, সেখানে তার থেকে বড় মাপের কোনো নেতা, নেত্রী আর তৃণমূলের স্টকে অন্তত নেই।

সম্প্রতি সুকান্ত মজুমদারের একটি বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতির শোরগোল পড়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়াই করতে চলেছেন শুভেন্দু অধিকারীকে জব্দ করার জন্য? তবে অনেকেই নিশ্চিত ছিলেন যে, যদি এই কাজ তৃণমূলের সেনাপতি করেন, তাহলে তিনি একটা বড় ভুল করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অন্তত তার জনপ্রিয়তা বেশি নয়। তাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরাজিত, তখন সেখানে তিনি কি নন্দীগ্রামে লড়াই করার মত রিস্ক নেবেন? এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছিল। তবে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, দল তাকে যেখানে কাজে লাগাবে, তিনি সেখানেই দাঁড়াবেন। এক্ষেত্রে নন্দীগ্রাম হোক বা দার্জিলিং, দল যদি বলে, তাহলে তিনি সেখানেই লড়াই করবেন। আর এবার সেই ব্যাপারেই পাল্টা মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে লড়াই করা নিয়ে যে বক্তব্য, সেই প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।‌ আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি এই ব্যাপারে কিছু বলবো না। তবে ওখানে বিজেপি জিতবে। যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না।”

Exit mobile version