Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের জের, বড় পদক্ষেপ রাজ্যপালের! এবার কি অ্যাকশান নেবেন রাষ্ট্রপতি?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে নারী নির্যাতনের মত ঘটনা ঘটছে। আরজিকর কান্ডের পর আবার দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুণী গণধর্ষনের শিকার হয়েছেন। যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। সকলেই দাবি করছেন যে, এরপরেও কেন এই সরকারকে ছেড়ে কথা বলা হবে? কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না? কেন এই রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে না? আর তার মাঝেই এবার গোটা ঘটনা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

বলা বাহুল্য, ইতিমধ্যেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। শুধু রাজ্য নয়, যেহেতু সেই তরুণী ওড়িশার বাসিন্দা, সেহেতু গোটা ঘটনার প্রভাব পড়েছে দেশজুড়েও। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কেন বারবার নারী নির্যাতনের মত ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় বিজেপিও। তবে রাজ্য বিজেপির একাংশের মধ্যেই প্রশ্ন যে, রাজ্যের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল কি করছেন? তিনি প্রত্যেকটি ঘটনার পর বলেন, উপযুক্ত পদক্ষেপ হবে। কিন্তু লাভের লাভ তো কিছু হয় না! রিপোর্ট পাঠানো হলেও তো কোনো অ্যাকশন এই সরকারের বিরুদ্ধে নিতে দেখা যায়নি তাকে! তবে এবার সেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও একই রিপোর্ট পাঠিয়েছেন তিনি।

বিরোধীদের দাবি, শুধুমাত্র রিপোর্ট পাঠিয়ে লাভ নেই। রাজ্যের সাংবিধানিক প্রধানকে এই রাজ্যের সরকারকে টাইট দেওয়ার জন্য যা যা করা দরকার, সেই সমস্ত প্রস্তাব রাষ্ট্রপতিকে দিতে হবে। রাজ্যের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে, যে কারণে মহিলাদের নিরাপত্তা বলতে কিছু নেই, সেই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য পদক্ষেপ নিতে হবে সাংবিধানিক প্রধানকে। তাকে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিতে হবে যে, রাজ্যের পুলিশ প্রশাসন পরিচালনার দায়িত্ব যেন কেন্দ্রীয় সরকার নিয়ে নেয়। তাই রিপোর্ট পাঠানোর মত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা না দেখিয়ে কাজের কাজ করা উচিত রাজ্যপালের বলেই মনে করছেন বিরোধীরা।

Exit mobile version