Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার বাংলাদেশে খুন হলেন সাংবাদিকও! পরিস্থিতি ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্ক!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ফের বাংলাদেশে অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একের পর এক জায়গায় লুট চালাচ্ছেন বিক্ষোভকারীরা। ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছেন তারা। গত বছর বাংলাদেশ জুড়ে যে অরাজকতার পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল, ফের এবার বিক্ষোভকারীদের পক্ষ থেকে রাস্তায় আগুন জালানো থেকে শুরু করে হিন্দুদের ওপর আক্রমণ চালাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার প্রাণ হারালেন এক সাংবাদিক। যেখানে গুলি করে খুন করা হলো সংবাদমাধ্যমের এক কর্মীকে।

প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় আগে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। যেখানে শেখ হাসিনাকে অন্যায় ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তারপর ইউনুস গদিতে বসলেও বাংলাদেশ জুড়ে বর্বরতা থামেনি। বরঞ্চ ইউনুস সরকারের আমলে মৌলবাদীদের চরম আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে আবার সেই বাংলাদেশ অশান্ত হতে শুরু করেছে। যেখানে বেছে বেছে আওয়ামি লিগকে টার্গেট যেমন করা হচ্ছে, ঠিক তেমনই সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসছে। এমনকি সংবাদমাধ্যমের অফিস পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ হারালেন এক সাংবাদিক।

বর্তমানে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। একের পর এক জায়গায় হামলা চালাচ্ছেন বিক্ষোভ কারীরা। সংবাদমাধ্যমের অফিস পর্যন্ত ছেড়ে কথা বলছেন না তারা। ইতিমধ্যেই খুলনায় গুলি করে খুন করা হয়েছে এক সাংবাদিককে। শুধু তাই নয়, এই ঘটনায় একজন হোমিওপ্যাথি চিকিৎসকও আহত হয়েছেন বলে খবর। সব মিলিয়ে বাংলাদেশে যে ধ্বংসলীলা শুরু হয়েছে, তা কবে শান্ত হয়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।

Exit mobile version