Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার বিজেপি কর্মীদের মাথা ভেঙ্গে দেওয়ার নিদান! তৃণমূল নেতার কুকথায় হতবাক রাজ্য!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের একের পর এক নেতা কুকথার বন্যা বইয়ে দিচ্ছেন. বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিজেপিকে উদ্দেশ্য করে তৃণমূল নেতারা হুমকি, হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, যেখানে যে তৃণমূল নেতা যেভাবে পারছেন, কখনও বিজেপি নেতাদের হাত-পা গাছের সঙ্গে বেঁধে মারার হুমকি, আবার কখনও বা বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। আর এবার প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি কর্মীদের মাথা ভেঙে যাওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন মালদহ জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু।

প্রসঙ্গত, এদিন আবারও বিতর্কে কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়েন এক তৃণমূল নেতা। যেখানে প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। মূলত, মালদহে একটি কর্মীসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু। তিনি বলেন, “যদি বিজেপি মনে করে যে, সেনাবাহিনীকে বদনাম করার উদ্দেশ্যে আপনারা এটা করবেন, আগামী দিনে বিজেপিও যেখানে সভা সমিতি করবে, আমাদের কর্মীদেরও ভাবতে হবে, আমরা বিজেপিকে সভা সমিতি করতে দেব কিনা! আজকে যে সমস্ত মাথা থেকে এই সমস্ত বুদ্ধি বের হচ্ছে, বিজেপির যে সমস্ত থিঙ্কট্যাঙ্ক রয়েছে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সেনাবাহিনীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগামী দিনে সেই মাথাকে আমরা ভেঙ্গে ফেলব, সেই মাথাকে তৃণমূল কংগ্রেস পদদলিত করবে।”

আর তৃণমূল নেতার এই হুমকি, হুঁশিয়ারির পরেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিজেপির ঘনিষ্ঠ মহলের বক্তব্য, মালদহ জেলা জুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। এই জেলার তৃণমূলের সভাপতি প্রতিনিয়ত বিজেপি কর্মীদের হুশিয়ারি দেন। আর তার দেখানো পথেই তৃণমূলের আরও এক নেতা এবার মাথা ভেঙ্গে দেওয়ার নিদান দিচ্ছেন। তবে ভয় দেখিয়ে, সেনাবাহিনীকে অপমান করে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না। দেশ বিরোধী তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠছে। তৃণমূল কংগ্রেসের নেতারা যত এই সমস্ত কুৎসিত মন্তব্য করবেন, ততই তারা আগামী নির্বাচনে মানুষের থেকে প্রত্যাখ্যাত হবেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

Exit mobile version