Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার দলীয় সাংসদকেই সময় মত জবাব দেওয়ার বার্তা! চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার দলের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা দেওয়া হলেও সেই সমস্ত কিছুকে উপেক্ষা করেছেন তিনি। দলের একাধিক জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলার একাধিক নেতৃত্ব সম্পর্কে বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে ডেকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় থেকে এবার বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে সময় মত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, ইতিমধ্যেই একাধিকবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা গিয়েছে তৃণমূলের বিভিন্ন জেলার বিভিন্ন নেতৃত্বকে। গোষ্ঠী কোন্দলের বিরুদ্ধে একাধিক নেতা-মন্ত্রীরা বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কর্মীদের সতর্ক করে দিয়েছেন। আর এবার প্রকাশ্যেই দলেরই সাংসদকে হুঁশিয়ারি দিয়ে বসলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ২০২৯ এ সময়মত তিনি এই সমস্ত সাংসদদের জবাব দেবেন বলেও মন্তব্য করলেন হুমায়ুনবাবু।

এদিন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে কড়া ভাষায় আক্রমণ করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।‌ তিনি বলেন, “বহরমপুরের সাংসদ, যাকে জেতানোর ক্ষেত্রে আমার অবদান সব থেকে বেশি ছিল, তিনি দুদিন আগে এখানে এসেছেন। এখানকার সাংসদকে পেয়েছেন বা এখানকার সাংসদ তাকে ডেকে এনেছেন। এদের জবাব আমি ঠিক সময় মত দেব‌। ২০২৯ যখন আসবে, তখন দেখবেন, এদের এই কর্মপদ্ধতির কিভাবে জবাব দিতে হয়, সেটা হুমায়ুন কবীরের জানা আছে।”

Exit mobile version