Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এবারের ভোট প্রচন্ড টাফ” ২৬ এর নির্বাচন নিয়ে আতঙ্কে ভুগছেন খোদ অনুব্রত? জানলে চমকে যাবেন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখলের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে তৃণমূলের সমস্ত স্তরের নেতা-নেত্রীরাই পাল্টা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দাবি করছেন যে, তারা এবার গতবারের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন। কিন্তু ভেতরে ভেতরে তৃণমূলের অন্দরে যে এবার ক্ষমতায় আসা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, সেটা অনেকেই প্রকাশ্যে বলার মত ক্ষমতা দেখাচ্ছেন না। বাইরে ভাব দেখানোর চেষ্টা করছেন যে, এবারও দল ক্ষমতায় আসবে। কিন্তু লড়াই কতটা কঠিন, প্রকাশ্যে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই কথাই বুঝিয়ে দিলেন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যে অনুব্রত মণ্ডল প্রত্যেকটি নির্বাচনের আগেই গুড় বাতাসা থেকে শুরু করে চড়াম চড়াম ঢাকের কথা বলেন, সেই অনুব্রত মণ্ডলের গলায় এবার শোনা গেল অন্য সুর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি ২৬ এর নির্বাচনের আগে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন তিনি?

এতদিন তৃণমূলের সমস্ত স্তরের নেতা-নেত্রীদের মুখ থেকেই একটি অন্যরকম কথা শোনা যেত। তারা যতই পশ্চিমবঙ্গের খারাপ পরিস্থিতি হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন এবং আরও বেশি আসন নিয়ে দল ক্ষমতায় আসবে বলে দাবি করতেন। কিন্তু এতদিন প্রত্যেকটি ভোটের আগে অনুব্রত মণ্ডলকে যতটা কনফিডেন্ট দেখা গিয়েছে, এবার কিন্তু কনফিডেন্সের যথেষ্ট অভাব অনুভব করছেন তিনি। কেননা আজ বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে “এবারের নির্বাচন অত্যন্ত টাফ” বলে মন্তব্য করতে দেখা গেল সেই অনুব্রত মণ্ডলকে। আর এখানেই প্রশ্ন যে, তাহলে কি এটাই তৃণমূলের ভেতরের কথা? বাইরে তৃণমূল বেশি করে আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে যতই দাবি করুক না কেন, ভেতরে ভেতরে যে তারা এবার ক্ষমতায় আসা নিয়ে অত্যন্ত আতঙ্কে রয়েছেন, তা কি দাপুটে তৃণমূল নেতার এই মন্তব্যের মধ্যে দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল? ঠিক কি বলেছেন অনুব্রত মণ্ডল?

আজ বীরভূমে তৃণমূলের কোর কমিটির ডাকা বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। আর সেখানেই বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “এবারের ভোট প্রচন্ড টাফ আছে। তাই প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্টকে বলব, অঞ্চল প্রেসিডেন্টকে বলব, আপনারা বিধানসভা থেকে, প্রত্যেকটি বুথ থেকে ১৫ জন করে ডাকুন। আপনাদের শুধু আমি বলব, বীরভূম জেলা থেকে ১১ টা আসনেই আমরা জিতব। মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে। কোনোরকম ঝগড়াঝাঁটি যদি থাকে, আপোসে মিটিয়ে নিন। এই ভোট খুব টাফ।” আর অনুব্রত মণ্ডলের মত এত দাপুটে তৃণমূল নেতা যখন ২৬ এর নির্বাচন অত্যন্ত কঠিন বলে মন্তব্য করছেন, তখন বুঝে নিতে হবে যে, তৃণমূলের কথাই এবং তাদের ভেতরের আতঙ্কের মনোভাবই ফুটে উঠেছে অনুব্রত মণ্ডলের বক্তব্যের মধ্যে দিয়ে। তাই মুখে তৃণমূল যতই বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার দাবি করুক না কেন, ভেতরে ভেতরে যে তারা এবার ক্ষমতায় আশা নিয়ে অত্যন্ত আতঙ্কগ্রস্থ, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version