Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার অনুপ্রবেশ ইস্যু নিয়ে আরও গাড্ডায় মমতা? কড়া আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে বেশ কিছু সমস্যা রয়েছে। তবে তার মধ্যে অন্যতম সমস্যা, অনুপ্রবেশ। তৃণমূল সরকারের আমলে সেই অনুপ্রবেশকারীদের যেভাবে মদত দেওয়া হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই দাবি করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে বাংলার অনুপ্রবেশ নিয়ে শুধুমাত্র রাজ্যের বিরোধী দল বা সাধারণ মানুষ চিন্তিত নন, পড়শি রাজ্যের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এই রাজ্যের সরকার শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য যেভাবে অনুপ্রবেশ কারীদের মদত দিতে শুরু করেছে, তা যে যথেষ্ট চিন্তা বাড়িয়েছে গোটা দেশের কাছে, তা ইতিমধ্যেই উদ্বেগের সঙ্গে তুলে ধরেছেন জাতীয় স্তরের নেতারাও। আর এবার সেই অনুপ্রবেশ ইস্যু নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ইতিমধ্যেই গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এসআইআরের কাজ চলছে। আর এসআইআর প্রক্রিয়ায় অবৈধ ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম যে বাদ যাবে, তা অনেকেই বুঝতে পারছেন। যার ফলে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে, তা আটকানোর জন্য বিক্ষোভ এবং তান্ডব করা হচ্ছে। আর এই সমস্ত কিছুই যে রাজ্যের একটি ভোটব্যাংক পাওয়ার জন্য শাসক দলের প্রশ্রয়ে আইন হাতে তুলে নেওয়ার কাজ হচ্ছে, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। আর এই পরিস্থিতিতে এবার সেই অনুপ্রবেশ নিয়ে বাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী। এমনকি সেই অনুপ্রবেশের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য পরিবর্তনের ডাক দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যেখানে তিনি বলেন, “বর্তমানে অনুপ্রবেশ একটি বড় সমস্যা। ত্রিপুরা, বাংলা এবং আসামে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। কেন্দ্রের কথায় কর্ণপাত করছে না বাংলার সরকার। অনুপ্রবেশ আটকাতে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে। তাই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হওয়া গুরুত্বপূর্ণ।”

Exit mobile version