Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবারে ইডির অ্যাকশন অন্যরকম! সুজিত বসুর হিসাব রক্ষকের বাড়িতেও তল্লাশি!  

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। অনেক হেভিওয়েটদের বাড়িতেও তারা গিয়েছে। কিন্তু তল্লাশি চালিয়েই গোটা প্রক্রিয়া কোথাও যেন একটা স্তব্ধ হয়ে গিয়েছে। যার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়েও মাঝেমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে। তবে আজ সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যে পদ্ধতিতে তল্লাশি চালাচ্ছে এবং যাদের যাদের বাড়িতে তারা পৌঁছে গিয়েছে, তাতে মনে করা হচ্ছে যে, এবার বড় কিছু একটা হতে চলেছে।

ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গিয়েছেন যে, আজ সকাল থেকেই অ্যাকশন মুডে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা। যেখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস সহ আরও ১০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। তবে এর মাঝেই আরও যে খবর পাওয়া গেল, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে যে, এর পরিপ্রেক্ষিতেই বড় কোনো তথ্য হাতে নিয়ে আরও বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে যে, রাজ্যের মন্ত্রী সুজিত বসুর যিনি হিসাব রক্ষক, সেই সঞ্জয় পোদ্দারের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র হেভিওয়েটদের বাড়িতে তল্লাশি চালালেই হবে না বা তাদেরকে রাতারাতি গ্রেফতার করে নিলেই হবে না। তাদেরকে জব্দ করতে হলে তাদের যে দুর্নীতি, সেই সম্পর্কিত তথ্য আগে সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। আর এবার সুজিত বসুর অফিসে তল্লাশি চালানোর পাশাপাশি তার হিসব রক্ষকের বাড়িতেও যেভাবে পৌঁছে গিয়েছে ইডি, তাতেই বোঝা যাচ্ছে যে, তারা বড় মাপের কোনো তথ্য নিতে চলেছে রাজ্যের এই মন্ত্রী সম্পর্কে। আর সেই সম্পর্কিত তথ্য নেওয়ার পরেই তারা হয়ত আরও বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে। যা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এই রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের প্রতিবাদী সাধারণ মানুষ চাইছেন। এখন ইডির এই তল্লাশির পর কি পদক্ষেপ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version