Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ইডি নড়েচড়ে বসেছে” নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে জনতার আওয়াজ তুলে ধরলেন শমীক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ে তদন্ত করছে। তবে দীর্ঘদিন ধরে সকলের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, তদন্ত তো হচ্ছে, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে কি? কেন এত দীর্ঘসূত্রিতা? বর্তমানে এবার চন্দ্রনাথ নাকি হেফাজতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে বারবার করে বিজেপি থেকে শুরু করে সাধারণ মানুষের মনে একটাই বিষয় ঘোরাফেরা করছে যে, এই সমস্ত ছোটখাটো ব্যক্তিদের ধরে আর কি লাভ হবে? যারা মাথায় আছেন, যাদের জন্য এই দুর্নীতি সংগঠিত হয়েছে, তাদের কবে ধরার প্রক্রিয়া শুরু হবে? আর জনতার মনে যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সেই সুরই তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

ইতিমধ্যেই আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নতুন করে বিভিন্ন ঘটনার তদন্ত করতে শুরু করেছে। তাদের গতিপ্রকৃতি, দেখে অনেকেই বলছেন যে এবার বড় কিছু হতে পারে। তবে কেন চন্দ্রনাথ সিনহার মত ছোটখাটো ব্যক্তিদের ধরার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সংস্থা? কেন বারবার করে সাধারণ মানুষের পক্ষ থেকে যে আওয়াজ তোলা হচ্ছে যে, আসল মাথাদের ধরা হোক, সেই কাজ কি আদৌ শুরু হবে রাজ্যে? নাকি সেই কাজ করতে পারবে না ইডি, সিবিআই? এবার সেই বিষয় নিয়েই মুখ খুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ঢিলেঢালা তদন্তের গতি নিয়ে যে তারা খুব একটা সন্তুষ্ট নয়, তা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে, সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণা এবং অনুমোদনে হয়েছে।” আর তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ইডি নড়েচড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে। কিন্তু এখনও আস্থা আছে। যদি কিছু করতে পারে, ইডি, সিবিআইও করবে। আর এই ৫, ১০ শতাংশ এজেন্ট নিয়ে কতদিন কাজ চলবে?”

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তারা খুব একটা খুশি নয়। এতদিন ধরে তদন্ত প্রক্রিয়া আরও অনেকটাই এগোনোর কথা ছিল। যা অত্যন্ত ধীরগতিতে চলছে বলে বিভিন্ন সময় বিজেপির অনেক নেতারা ঘুরিয়ে প্রকাশ করেছেন। আর এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ঢিলেঢালা ভূমিকা এবং এখনও পর্যন্ত মূল মাথার দিকে না এগোষোতে যে তারা মোটেই সন্তুষ্ট নন, তা স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version