Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এই দেশ শুধুই রামের, বাবরের কোনো স্থান নেই” ব্রিগেডের মঞ্চ থেকে গর্জে উঠলেন সাধ্বী ঋতম্বরা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল ব্রিগেডে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বাংলা তথা গোটা দেশ। যারা হিন্দু জাগরণের পক্ষে, যারা বাংলায় সনাতনী সংস্কৃতির পক্ষে, তারা সকলেই গতকাল ব্রিগেডে এই ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের মত পবিত্র অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য আমন্ত্রণ জানানো সত্ত্বেও, সেখানে উপস্থিত হননি। আর সেই গীতা পাঠের মঞ্চ থেকেই একের পর এক বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠান শেষে যে সমস্ত মন্তব্য করলেন, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, এই বাংলায়, এই ভারতবর্ষে কোনো উগ্র মৌলবাদীর স্থান নেই। যারা রামকে ভুলিয়ে দিতে চাইছে, যারা রামের বদলে বাবরের নামে মসজিদ স্থাপন করতে চাইছে, তাদের বিরুদ্ধেই হবে সনাতনীদের প্রকৃত লড়াই।

প্রায় পাঁচ লক্ষ কন্ঠে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে গতকাল ছিল চাঁদের হাঁট। বাগেশ্বর বাবা থেকে শুরু করে সাধ্বী ঋতম্বরার মত সাধু সন্তরা উপস্থিত হয়েছিলেন। আর সকলের মুখে একটাই বার্তা শোনা গেল, ভারতকে হিন্দু রাষ্ট্র করার কথা। যে হিন্দুত্ব সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। কিন্তু সেই হিন্দুত্বকেকেও যদি কেউ চ্যালেঞ্জ করে এই বাংলার মাটিতে এই ভারতের মাটিতে বাবরের নামে মসজিদ করার চেষ্টা করে, তাহলে যে তা চিরস্থায়ী হবে না, সেই কথাও স্পষ্ট করে দিলেন সকলে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাধ্বী ঋতম্বরাও বাবরের নামে পশ্চিমবঙ্গে যে মসজিদের শিলান্যাস করা হয়েছে, সেই ব্যাপারে সোচ্চার হলেন। পাশাপাশি বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিনি।

এদিন ব্রিগেডে ৫ লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানে শামিল হন লক্ষ লক্ষ সনাতনীরা। পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ বলা হলেও সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বলেই মনে করছেন উদ্যোক্তারা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সাধ্বী ঋতম্বরা বলেন, “আজ মনে হচ্ছে প্রয়াগরাজের কুম্ভ কলকাতায় হচ্ছে। এই দেশ শ্রীরামচন্দ্রের এবং তার নামেই পরিচিত হবে। এই দেশে বাবরির কোনো গুরুত্ব বা স্থান নেই। ভারতে নতুন করে বাবরি মানসিকতার কোনো জায়গা হওয়া উচিত নয়।”

Exit mobile version