Site icon প্রিয় বন্ধু মিডিয়া

একা পার্থ নয়, দুর্নীতির পেছনে রয়েছেন আরও অনেকেই? মমতাকে নিয়ে বোমা ফাটালেন সুকান্ত!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রায় সাড়ে তিন বছর জেল খেটে আসার পর অবশেষে সংবাদমাধ্যমের সামনে অনেক বড় বড় কথা বলছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজেকে এখনও পর্যন্ত কিভাবে সৎ বলে দাবি করছেন তিনি, তা একমাত্র তিনিই বলতে পারবেন। তবে এখানেই বিরোধীরা বলছেন যে, পার্থ চট্টোপাধ্যায় সৎ নন, এটা যেমন সত্যি, ঠিক তেমনই তিনি একাই এই পুরো দুর্নীতি করেছেন, এটাও সত্যি নয়। তার পক্ষে এই একা দুর্নীতি করা সম্ভব ছিল না। এর পেছনে আরও অনেক বড় বড় মাথা রয়েছে। এখন রাজ্যবাসী চাইছে যে, সেই বড় বড় মাথাদের যাতে ধরা হয়। আর গতকাল পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে অনেক বড় বড় কথা বললেও, এই দুর্নীতির নেপথ্যের কারিগরদের নিয়েই এবার বোমা ফাটালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রায় সাড়ে তিন বছর জেল খেটে আসার পর পার্থবাবু এখন রীতিমত দিশা খুঁজে পাচ্ছেন না। নিজেকে সৎ দাবি করার পাশাপাশি অনেক বড় বড় কথা বলছেন। তবে তার কথাকে গুরুত্ব দিতে রাজি নয় বাঙালি। গোটা রাজ্যবাসী চাইছেন যে, আরও যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরকে এবার ধরা হোক। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আর এসবের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় যে একা এই দুর্নীতি করতে পারে না, তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কথা তুলে ধরেও বড় তথ্য ফাঁস করলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “পার্থবাবু এখন একটাই কথা বলতে পারেন, যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় নিজে একা করেছেন, এটা হতে পারে না। আমরা তো জানি, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের….আমরা নাম নিচ্ছি না। কারণ আমরা এটা প্রমাণ করতে পারব না। কিন্তু চাক্ষুষ যিনি দেখেছেন, তার কাছ থেকে আমরা শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন একজন মহিলার কাছ থেকে, তিনি কে, তার নামটা আমি বলতে পারছি না….পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট যেত। কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে। এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন, সেটা আমার বিশ্বাস, বাংলার মানুষ অন্তত বিশ্বাস করবেন না।”

Exit mobile version