Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“একে তাড়াতেই হবে” বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকেও ভবানীপুর নিয়ে বিরাট গর্জন শুভেন্দুর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন ক্রমাগত দাবি করছেন যে, ২০২৬-এর নির্বাচনেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখাবেন। ২০২১ এ যেমন নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখিয়েছেন, ঠিক একইভাবে এবারের নির্বাচনেও ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে দাবি বিরোধী দলনেতার। প্রত্যেকটি সভা সমিতি থেকেই সেই ভবানীপুর দখলের গর্জন শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গলায়। আর আজ খড়্গপুরের বিজয় সম্মেলনীর মঞ্চ থেকেও সেই আওয়াজ তুললেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বলা বাহুল্য, বর্তমানে প্রত্যেকটি সভা সমিতি থেকেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন, নন্দীগ্রামের মত ভবানীপুরেও পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভবানীপুর আসন বিজেপির আসন বলেও মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। স্বাভাবিক ভাবেই সেই ভবানীপুরে বিজেপির তরফে কে প্রার্থী হবে, তা নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। অনেকে বলছেন, তাহলে কি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যেমন ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, ঠিক একইভাবে ২০২৬ এ তিনি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এদিন খড়্গপুরের সভা থেকে সেই ব্যাপারে আরও বড় গর্জন শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়।

এদিন খড়্গপুরের বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “একে তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাব। ভবানীপুর বিজেপির জায়গা। চিন্তার কোনো কারণ নেই।” অর্থাৎ বিজেপি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র দখলের ব্যাপারেও এবার যথেষ্ট তৎপর, তা প্রত্যেকটি সভা থেকেই শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version