Site icon প্রিয় বন্ধু মিডিয়া

একেই বলে অ্যাকশন, দেখে শিখুন মমতা! দুর্গাপুরে ওড়িশার টিম পৌঁছতেই প্রবল খোঁচা বিরোধীদের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই খবরের শিরোনামে উঠে আসে দুর্গাপুরের মর্মান্তিক ঘটনা. যেখানে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করার অভিযোগ ওঠে. জানা গিয়েছে, সেই তরুণী চিকিৎসক ওড়িশার বাসিন্দা। স্বাভাবিকভাবেই এই ঘটনার খবর সামনে আসতেই বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে একটি টুইট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি আর্জি জানান, যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের প্রশাসন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনা ঘটার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য রেখেছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের মধ্যে। তারা বলছেন, একজন মুখ্যমন্ত্রী কি করে অন্য রাজ্যের তুলনা টেনে এনে নিজের রাজ্যের ঘটে যাওয়া ঘটনাকে ছোট করতে পারেন? ওড়িশা রাজ্যের এক তরুণী এই রাজ্যে পড়তে এসেছিলেন। আর পড়তে এসে তার এই ধরনের সর্বনাশের পরেও কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে, বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত নয়! তাহলে তার রাজ্যে যে নিরাপত্তা সুনিশ্চিত নয়, এটা তো প্রমাণিত। আর বিরোধীদের এই সমস্ত দাবির মাঝেই পশ্চিমবঙ্গে যেভাবে তাদের ঘরের মেয়ের নির্যাতন হয়েছে, তা কোনোমতেই মানতে না পেরে তড়িঘড়ি ওড়িশা থেকে টিম পাঠিয়ে দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী। যা দেখে এই রাজ্যের বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলছেন যে, ওড়িশা সরকারের থেকে কিছুটা হলেও শিক্ষা নিন এই রাজ্যের প্রশাসনিক প্রধান।

গতকাল দুর্গাপুরে এই ঘটনা ঘটার পরেই তৎপর হয়ে ওঠে ওড়িশা-প্রশাসন পশ্চিমবঙ্গে তাদের ঘরের মেয়ের যে নির্যাতন হয়েছে তার পরিপ্রেক্ষিতে যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হয় তার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া হয় কিন্তু নিজের রাজ্যে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুশোচনা নেই বলেই কটাক্ষ করছে বিরোধীরা। আর তার মাঝেই এবার যে খবর পাওয়া গেল তাতে বোঝা যাচ্ছে যে ওড়িশা সরকার এই ঘটনা নিয়ে কতটা চিন্তিত পশ্চিমবঙ্গে ঘটনা ঘটেছে কিন্তু পশ্চিমবঙ্গে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি তাদের রাজ্যের মেয়ে তাই নিজের রাজ্যের মেয়ের সঙ্গে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর চুপ করে বসে থাকতে পারেনি উড়িষ্যাপ প্রশাসন তড়িঘড়ি ওড়িশা সরকারের একটি প্রতিনিধিদল পৌঁছে গিয়েছে দুর্গাপুরে যেখানে জলেশ্বরের অতিরিক্ত জেলা শাসক দুর্গাপুরে পৌঁছে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছেন এমনকি ওড়িশার মুখ্যমন্ত্রী ও নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আর ঘটনা ঘটার পর যেভাবে ওড়িশা প্রশাসনের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পৌঁছে গেল, তা দেখে এই রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, কি করে নিজের রাজ্যবাসীকে আগলে রাখতে হয়, তা ওড়িশা প্রশাসনের থেকে দেখে শিক্ষা নিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে যখন মহিলাদের নির্যাতনের মত ঘটনা ঘটে, তখন তিনি সেটাকে ছোট ঘটনা থেকে শুরু করে দোষীদের আড়াল করার মত সব চেষ্টা করেন। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তারপর তিনি আজকে বেশ কিছু বক্তব্য রেখেছেন। যা নিয়েও অনেক প্রশ্ন তৈরি হয়েছে। ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসন কি করে চালাতে হয়, তা ওড়িশা সরকারের কাছ থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত। তার রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তবুও তার হেলদোল নেই। কিন্তু ওড়িশা সরকার দুর্গাপুরে তাদের রাজ্যের এক মেয়ের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি টিম পাঠিয়ে সেই নির্যাতিতা এবং তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে যে পদক্ষেপ গ্রহণ করলো, তাতে সাধুবাদ জানাচ্ছেন প্রতিবাদী জনসাধারণ।

Exit mobile version