Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“একজন কর্মীও ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না” দুর্গাপুরে গিয়ে পুলিশের চোখে চোখ রেখে চরম হুঁশিয়ারি শুভেন্দুর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। আজ বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টারের পাশে একটি ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে সকাল থেকেই বাধা দিতে শুরু করে পুলিশ। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই ধর্না কর্মসূচিতে গিয়েই পুলিশের চোখে চোখ রেখে বিজেপি কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি কেউ পুলিশের ভয়ে যাতে ধর্ণা মঞ্চ না ছাড়েন, তার জন্যও বিজেপি কর্মীদের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।

এদিন সকাল থেকেই বিজেপির ধর্না কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দুর্গাপুর। দফায় দফায় বিজেপি কর্মীদের সেই ধর্না কর্মসূচি এবং মঞ্চ বাঁধতে বাধা দেওয়া হয়। পরবর্তীতে সেই কর্মসূচিতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই পুলিশের চোখে চোখ রেখে রীতিমত হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি বিজেপি কর্মীদের শুভেন্দুবাবু জানিয়ে দেন যে, একজন কর্মীও এই ধর্না মঞ্চ ছেড়ে যাবেন না। তিনি পুলিশের কত গায়ের জোর আছে, সেটা দেখতে চান।

এদিন দুর্গাপুরের ধর্না মঞ্চে গিয়ে ওড়িশার একটি মেয়ে যেভাবে বাংলায় এসে নির্যাতিতা হলেন, তা নিয়ে সোচ্চার হন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুলিশ প্রশাসন যেভাবে এই কর্মসূচি করতে মেয়েদের রক্ষার দাবিতে বিজেপির এই কর্মসূচিতে বাধাদান করেছে, তা নিয়েও পুলিশের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, দশটা থেকে এগারোটা করেছেন। এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি বলে গেলাম, একজনও বিজেপি কর্মী ধর্না মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয়, পুলিশের প্রিজন ভ্যানে যাবেন। নিজেরা যাবেন না। আর এই রাজ্যের পুলিশকে কি করে শিক্ষা দিতে হয়, তা বিরোধী দলনেতা, যার কাছে ১৯৫৬ ভোটে দু কান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি, কি করে করতে হয়।”

Exit mobile version