Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এলাকার উন্নয়নে বাধা, এবার মমতাকে খোলা চিঠি দিলেন বিজেপি বিধায়ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতারা কথায় কথায় দাবি করেন, বিজেপি উন্নয়নে বিশ্বাসী নয়। যে সমস্ত জায়গায় বিজেপি বিধায়ক এবং সাংসদরা রয়েছেন, তারা এলাকার উন্নয়ন করেন না। কিন্তু এলাকার উন্নয়ন করতে চাইলেও রাজ্য সরকার এবং তৃণমূল নেতারা যে সেই উন্নয়নে বাধা দেয়, সেই ব্যাপারে পাল্টা দাবি করেছে বিজেপি। আর এবার এলাকার উন্নয়নে কিভাবে তৃণমূল প্রশাসন বাধা দিচ্ছে, তা নিয়ে সোচ্চার হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন তিনি।

প্রসঙ্গত, বিজেপির যে সমস্ত বিধায়ক এবং সাংসদরা রয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই দাবি করছেন যে, তারা নিজেদের এলাকার উন্নয়ন করতে পারেন না। এক্ষেত্রে সাংসদ এবং বিধায়ক তহবিলের টাকা তাদের খরচ করতে দেওয়া হচ্ছে না বলেও বিভিন্ন সময় অনেক বিজেপির জনপ্রতিনিধিরা অভিযোগ করেন। আর এবার সেই রকমই অভিযোগ তুলে সোচ্চার হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাই নিজের এলাকার উন্নয়নের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, মেয়রের সঙ্গে তিনি দেখা করতে চাইলেও তাকে সময় দেওয়া হচ্ছে না। অর্থাৎ তার সদিচ্ছা রয়েছে। কিন্তু এই রাজ্যের সরকার এবং পৌরসভা এলাকার উন্নয়নের ক্ষেত্রে তাকে কাজ করতে বাধা দিচ্ছে বলেই বুঝিয়ে দিতে চাইলেন এই বিজেপি বিধায়ক।

বিশেষজ্ঞদের মতে, এই রাজ্যের তৃণমূল সরকার বারবার প্রতিহিংসা পরায়ন আচরণ করে। এক্ষেত্রে বিজেপির যারা জনপ্রতিনিধিরা রয়েছে, তাদেরকে সরকারি প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না। শুধু তাই নয়, তারা মানুষের জন্য কাজ করবেন, তাদের সেই টাকা খরচ করতেও বাধা দেওয়া হয়। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে সরকার কিভাবে কাজের ক্ষেত্রে তাদের বাধা দিচ্ছে তৃণমূলের প্রশাসন, কি করে এলাকার উন্নয়ন করতে বাধাদান করছে, সেই নিয়েই সোচ্চার হলেন বিজেপি বিধায়ক। তবে বিজেপি বিধায়কের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে যে খোলা চিঠি দেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বা নবান্নের পক্ষ থেকে কোনো সদুত্তর আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version