Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এটা রঘুবরের দেশ, বাবরের নয়” বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হুমায়ুনকে ধুয়ে দিলেন বাগেশ্বর বাবা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করছে বর্তমান সরকার। বারবার করে এই অভিযোগ করে বিরোধীরা। আর তার মধ্যেই সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ড করা হলেও, হুমায়ুন কবীর যেভাবে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, তাতে এর পেছনে তৃণমূলেরই কোনো গোপন এজেন্ডা নেই তো? তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূলের যথেষ্ট সমঝোতা রয়েছে। হিন্দু ভোটকে ভাগাভাগি করতে এবং মুসলিমদের সমস্ত ভোট পেতেই তৃণমূল এবং হুমায়ুন কবীরের এই ধরনের সেটিংয়ের রাজনীতি। তবে সব থেকে যে বড় প্রশ্নটা উঠছে, সেটা হচ্ছে, বাবরের নামে কেন মসজিদ হবে? তিনি মসজিদ করতেই পারেন। কিন্তু যে বাবর ভারতবর্ষের আক্রমণকারী, তার নামে মসজিদ করে তিনি কি প্রমাণ করতে চাইছেন? আর এবার সেই বিষয়েই হুমায়ুন কবীরকে খোঁচা দিয়ে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বড় মন্তব্য করে বসলেন।

ইতিমধ্যেই হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। আর তার পরদিনই অর্থাৎ গতকাল ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। যেখানে উপস্থিত ছিলেন প্রচুর সাধুসন্তরা। অংশ নিয়েছিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। যাকে সবাই বাগেশ্বর বাবা বলেই চেনেন। আর এই মহৎ কর্মসূচিতে অংশ নেওয়ার পর যেভাবে বাবরের নামে শিলান্যাস করা হয়েছে মসজিদের, তা নিয়েও সোচ্চার হলেন বাগেশ্বর বাবা। কি বলেছেন তিনি?

এদিন ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ শেষে বক্তব্য রাখেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। আর সেখানেই তিনি স্পষ্ট করে দেন যে, এটা বাবরের দেশ নয়, এটা রামের দেশ। বাগেশ্বর বাবা বলেন, “যারা একসময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাদের নামাঙ্কিত এই দেশে কি কোনো কিছু তৈরি করা উচিত?আমাদের মাথায় রাখতে হবে, এটা বাবরের দেশ নয়, রঘুবরের দেশ।” আর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মুখ থেকে এই ধরনের মন্তব্যের পরে হিন্দু সমাজ যে আরও বেশি করে ঐক্যবদ্ধ হবে এবং উগ্রবাদী শক্তির বিরুদ্ধে আরও লড়াই চলবে, তা বলার অপেক্ষা রাখে না‌। যে দেশের মাটিতে বারবার বাবর আক্রমণ চালিয়েছিল, সেখানে তার নামে এই ধরনের মসজিদ করে যে বার্তাই দেওয়ার চেষ্টা হোক না কেন, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েই যে সেই অশুভ শক্তির পরাজয় ঘটাতে প্রস্তুত, ঘুরিয়ে সেই কথাই বুঝিয়ে দিতে চাইলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version