Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এতো আশ্চর্য কথা” জলমগ্ন কলকাতা নিয়ে ডিভিসিকে দোষারোপ করতেই মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই বিপদ দেখেন, তখনই সমস্ত দায় কেন্দ্রীয় সরকার অথবা বিরোধীদের ওপর চাপিয়ে দেন। আজ শহর কলকাতায় যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে পৌরসভার নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের আগাম পদক্ষেপ কেন ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার দীর্ঘদিন ধরে কেন ড্রেজিং করা হয় না, সেই সমস্ত কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। এমনকি তিনি ডিভিসির ঘাড়ে দায় চাপিয়েছেন বলেই খবর। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ার পর একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে বিরোধীদের পক্ষ থেকে। তার বক্তব্যের একাধিক অংশ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি ডিভিসির ঘাড়ে যেভাবে দায় চাপিয়েছেন, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। আর তার পরিপ্রেক্ষিতেই পাল্টা যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্য খন্ডন করলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ডিভিসির সঙ্গে এর সম্পর্ক কি? এ তো অদ্ভুত কথাবার্তা। উনি থ্রেট দেন, আপনারা সেটা টিভিতেও দেখান। আপনারা এখন টকশো বসাচ্ছেন না কেন? এটা তো ডিভিস এলাকার মধ্যেই পড়ে না। ডিভিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা। উনি যা খুশি বলে যান। আর আপনারাও ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য সেটা শোনাতে থাকেন।” অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় রাজ্যের কোথাও জল জমলেই যেভাবে ডিভিসিকে দায়ী করেন, আজও তিনি সেভাবেই কলকাতায় জমা জল নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। আর তার পরিপ্রেক্ষিতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Exit mobile version