Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এত নিকৃষ্টমানের চোর মমতা ব্যানার্জি, ছিঃ ছিঃ….” লজ্জার কথা জানালেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন এই রাজ্যের দুর্নীতি নিয়ে সকলে সোচ্চার হতেন। সকলেই বলতেন, চাকরি চুরির ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু সম্প্রতি আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া এবং তারপর সেখান থেকে তিনি যেভাবে ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন, তারপর নতুন একটি স্লোগান দিতে শুরু করেছিলেন রাজ্যের মানুষ। এমনকি বিরোধীদের পক্ষ থেকেও স্লোগান দেওয়া হচ্ছিল, “জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা।” তবে গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে যে সমস্ত বক্তব্য উঠে এলো এবং সেখানে ইডির পক্ষ থেকে যে কথা জানানো হলো, তারপর আর লজ্জা রাখার জায়গা নেই। এত নিকৃষ্ট মানের চোর কেউ হতে পারে, তা তিনিও স্বপ্নে কল্পনা করতে পারেননি বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মোবাইল চোর বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি সময় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে এই ব্যাপারে দীর্ঘ শুনানি হয়। যেখানে সব পক্ষকে নোটিশ করেছে আদালত। শুধু তাই নয়, সেই শুনানিতেই ইডির পক্ষ থেকে বিস্ফোরক দাবি করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইডি আধিকারিকের ফোন পর্যন্ত নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মোবাইল চোর বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “এরা সব গ্যাং অফ চোর, গ্যাং অফ ডাকাত। ভারতবর্ষের সংবিধানকে ডাকাতি করতে গিয়েছে। চোরেদের প্রোটেক্ট করতে গিয়েছিল। গোটা পশ্চিমবঙ্গ স্লোগান দিচ্ছিল, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো আদালতের শুনানি দেখার পরে অবাক আমরা যে, এত নিকৃষ্ট মানের চোর মমতা ব্যানার্জি আর রাজীব কুমার! মোবাইল ফোন পর্যন্ত চুরি করে নিয়েছে। ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ।”

Exit mobile version