Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফের বিতর্কে মহুয়া মৈত্র, ভিডিও পোস্ট করে গাড্ডায় ফেলে দিলো বিজেপি!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বিতর্কে শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সংবাদমাধ্যমকে অপমান থেকে শুরু করে তার বিভিন্ন মন্তব্য বিরোধীদের কাছে বাড়তি হাতিয়ার হয়ে গিয়েছিল। আর এবার তার একটি মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সাংসদকে রীতিমত চাপের মুখে ফেলে দিল বিজেপি। যেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে মতুয়া সম্প্রদায়কে অপমান করার। কিন্তু কি এমন বলেছেন এই তৃণমূল সাসদ?

সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে মহুয়া মৈত্রর একটি বক্তব্যের ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেই ভিডিওতে মহুয়া মৈত্র যে সমস্ত কথা বলছেন, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদকে বলতে দেখা যায়, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী, এটা কি অংক ভাই? কাজের সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাতা নিতে। তখন কি হয়! মতুয়া নমঃশূদ্র বুথে ১০০ টার মধ্যে ৭৫ টাই বিজেপির। বাস্তব কথা বলছি আমি। শুনতে খারাপ লাগে।” আর তৃণমূল সাংসদের এই বক্তব্যের ভিডিও পোস্ট করেই আক্রমন শাণিয়েছে বিজেপি।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, মহুয়া মৈত্র বারবার এইরকম বক্তব্য রেখে সাধারণ মানুষকে অপমান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিজেদের থেকে মানুষকে টাকা দিচ্ছেন না। মানুষের ট্যাক্সের টাকাই মানুষের কাছে ফেরত দিচ্ছে। আর এই সামান্য ভাতা দিয়ে সবার ভোট কিনে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তাই মতুয়া সম্প্রদায়ের ভোট না পেয়ে ক্ষিপ্ত হয়ে এখন সেই মতুয়াদের জঘন্য ভাষায় অপমান করছেন তৃণমূল সাংসদ। অবিলম্বে তার ক্ষমা চাওয়া উচিত বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।‌

Exit mobile version