Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফের মমতাকে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ! “থরথর করে কাঁপছে” মন্তব্য শুভেন্দুর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ এ যেমন তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখিয়েছিলেন, ঠিক তেমনই ২০২৬ এও ভবানীপুরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখাবেন। মাঝেমধ্যেই এই বক্তব্য রাখতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই আরও দৃঢ়তার সহকারে সেই মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। গতকাল আবারও সেই মন্তব্য করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এসআইআরের কথা তুলে ধরে ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন মারফত যে বার্তা দিয়েছেন, তাকেও খোঁচা দিলেন তিনি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ফোন মারফত কিছু বক্তব্য রেখেছেন। যেখানে বহিরাগতদের ঢোকানো হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআরের ভয়ে কাঁপছেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ২০ হাজার ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “ভয়ে কাঁপছে। এসআইআরের ভয়ে কাঁপছে। ওকে হারাবো ওখানে। মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। ২০ হাজার ভোটে হারাবো।” অর্থাৎ এতদিন যেভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন, সেখানেই তাকে হারিয়ে দেখাবেন বলে প্রতিক্রিয়া দিয়েছিলেন, আবারও নিজের সেই মন্তব্য বজায় রাখলেন তিনি। বরঞ্চ মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগতদের নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, সেই পরিপ্রেক্ষিতেই বলতে গিয়ে এসআইআরের আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি ভবানীপুরে ২০ হাজার ভোটে হারানো হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version