Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking ফের রাজ্যে বিজেপির পরিবর্তন সংকল্প সভা! বহরমপুরে ত্রিশূল হাতে শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এ পরিবর্তনের লক্ষ্যে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচিতে উপস্থিত থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কাটোয়ায় মেমারিতে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রেখেছেন তিনি। আর আজ সেই শুভেন্দুবাবু পৌঁছে গিয়েছেন বহরমপুরে। যেখানে বড়ঞায় তার সভা ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ রয়েছে চোখে পড়ার মত।

ইতিমধ্যেই বহরমপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা শুরু হয়ে গিয়েছে। আর সেই সভাতেই উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তাকে প্রথমে পুস্পস্তাবক দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মীরা। আর তারপরেই বিজেপি মহিলা নেতাকর্মীরা শুভেন্দুবাবুর হাতে ত্রিশূল তুলে দেন। আর বর্তমান সময়ে যখন শাসক দলের পক্ষ থেকে ক্রমাগত সন্ত্রাসের শিকার হচ্ছেন বিরোধীদলের নেতা কর্মীরা, তখন শুভেন্দুবাবুর হাতে মাতৃ শক্তি যেভাবে ত্রিশূল তুলে দিলেন, সেই চিত্র সামনে আসার পর আরও উজ্জীবিত হয়ে পড়েছেন বিজেপি কর্মীরা।

বিজেপির দাবি, একসময় মা দুর্গা অসুর নিধন করেছিলেন মহাদেবের কাছ থেকে এই ত্রিশূল পেয়েই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দলের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত আন্দোলন করছেন, মাঠে থাকছেন। তাই মাতৃশক্তির কাছ থেকে সেই ত্রিশূল পেয়েই তিনি এই বাংলার অসুরদের রাজনৈতিকভাবে নিধন করবেন। তাই ২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন বলেই দাবি করছে গেরুয়া শিবির।

Exit mobile version