Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফের এসএসসির প্রশ্ন বিক্রি? পরীক্ষার দিনেই মারাত্মক তথ্য ফাঁস করলেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে প্রায় সাড়ে ৮ বছর পর গতকাল অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। তবে সেই পরীক্ষার দুদিন আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছিলেন যে, প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। এমনকি টাকার বিনিময় সেই প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে বলে তার দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও বা পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশ্নপত্র একেবারেই সুরক্ষিত রয়েছে বলে দাবি করেন এসএসসি চেয়ারম্যান। তবে একেবারে পরীক্ষার দিনও নিজের অতীতের বক্তব্যে অনড় থেকে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিক্রি করা হয়েছে এসএসসির প্রশ্ন।

বলা বাহুল্য, গতকাল তমলুক থেকে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর গতকালই অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরেও হতাশা প্রকাশ করেছেন। তাদের একটাই প্রশ্ন যে, এবারেও দুর্নীতি হবে না তো? কারণ ইতিমধ্যেই এসএসসি ২০১৬ এর প্যানেল বাতিল হওয়ার পর অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। স্বাভাবিক ভাবেই এবারের পরীক্ষাও সেরকম কোনো প্রহসনে পরিণত হবে কিনা, তা নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে সকলের মধ্যেই। আর যেদিন পরীক্ষা, সেদিনই মেদিনীপুর থেকে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “লালচুল, কানে দুল। তৃণমূলের ছাত্র নেতারা, লম্পটগুলো। পরীক্ষা ঘরে ঢুকতে দিচ্ছে. কোথাও দেখা গিয়েছে, বাউন্সার গেটে। প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল। অনেক টাকা তুলেছে।” অর্থাৎ যারা পরীক্ষার্থী, তাদের মধ্যে এমনিতেই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আর তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা গতকালও টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করা হয়েছে বলে দাবি করে বসলেন। যার ফলে এসএসসির গতকালের যে পরীক্ষা হয়েছে, তার ভবিষ্যতও যদি অনিশ্চয়তার মুখে পড়ে যায়, তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সত্য বলে প্রতিষ্ঠিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version