প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের নির্দেশে বহু বছর পর রাজ্যে এসএসসি হয়েছে। যেখানে যারা যোগ্য চাকরিহারা ব্যক্তি, তারা যেমন পরীক্ষায় বসে ছিলেন, ঠিক তেমনই নতুন অনেকে পরীক্ষা দিয়েছিলেন। ইতিমধ্যেই ভেরিফিকেশনে যাদেরকে ডাকা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে পুরো নম্বর পেয়েও কেন ডাক পাননি, সেই প্রশ্ন তুলে রাস্তায় নামছে চাকরি প্রার্থীরা। পাশাপাশি যারা যোগ্য হয়ে পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যেও অনেকে ভেরিফিকেশনে ডাক পাননি বলে অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে যারা যোগ্য চাকরিহারা ব্যক্তি তাদের ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার বিরোধিতা করে আজ ফের রাস্তায় নামলেন নয়া চাকরি প্রার্থীরা।
এই রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বেকারদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মুখে পড়ে গিয়েছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করে বিরোধীরা। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে আবার পরীক্ষা নিতে হয়েছে এসএসসিকে। তবে যারা যোগ্য চাকরিহারা ছিলেন, তাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা জানিয়ে দিয়েছে এসএসসি। আর এতেই চরম আপত্তি রয়েছে নয়া চাকরিপ্রার্থীদের। কিছু মানুষকে যদি ১০ নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হয়, তাহলে তারা যে মেধা, যে পরিশ্রম দিয়ে পরীক্ষা দিলেন, তাহলে তাদের কি লাভ হলো, তারা তো তাহলে কোনো মতেই সুযোগ পাবেন না! এই প্রশ্ন নয়া চাকরিপ্রার্থীরা তুলেছিলেন। আর এবার সেই অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিরোধিতা করে ফের রাস্তায় নামলেন তারা।
জানা গিয়েছে, আজ এসএসসি নয়া চাকরি প্রার্থীরা ফের শহর কলকাতায় আন্দোলন শুরু করেছেন। যেখানে শিয়ালদহ স্টেশনের বাইরেই ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে। আর শিয়ালদহ থেকে এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা। স্বাভাবিকভাবেই এসএসসির নয়া চাকরিপ্রার্থীদের যে দাবি, সেই দাবি ঘিরে আজ শহর কলকাতায় এই মিছিলকে কেন্দ্র করে ফের পরিস্থিতি উত্তাল হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
