Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! এসএফআইয়ের বিক্ষোভে রণক্ষেত্র পরিস্থিতি!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যের কলেজগুলিতে দীর্ঘদিন ধরেই ছাত্র সংসদ নির্বাচন হয় না। সেই দাবিতে মাঝেমধ্যেই রাজপথে নেমে সোচ্চার হতে দেখা যায় বিরোধী ছাত্র সংগঠনগুলিকে। তবে সম্প্রতি কসবার আইন কলেজের যে ঘটনা ঘটেছে, তারপর আরও বেশি করে দাবি উঠেছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানোর। বিরোধী ছাত্র সংগঠনগুলি একের পর এক কর্মসূচি গ্রহণ করছে। আর সেই কর্মসূচিতেই এবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

জানা গিয়েছে, এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষাঙ্গন। যেখানে বিরোধী ছাত্র সংগঠনের বিক্ষোভ এবং ডেপুটেশনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি নেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। মূলত, বামেদের ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। আর সেখানেই পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

বিরোধীদের দাবি, এই রাজ্যজুড়ে ছাত্র সংসদ নির্বাচন না করিয়ে গণতন্ত্রের কন্ঠরোধ করছে তৃণমূল সরকার। নিজেদের নেতাদের দাদাগিরি করার জায়গা করে দিয়েছে। কলেজ গ্রাউন্ডে শিক্ষার পরিবেশ নেই। সেখানে প্রতিমুহূর্তে অবৈধ কার্যকলাপ হচ্ছে। কসবার ল কলেজের ঘটনার মধ্যে থেকে তা পরিষ্কার হয়ে গিয়েছে। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিতে রাজ্যজুড়ে যে ন্যায় সঙ্গত বিক্ষোভ কলেজে করছে বিরোধী ছাত্র সংগঠনগুলি, তা আটকানোর জন্য পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তবে এসব করে বেশিদিন টিকে থাকতে পারবে না তৃণমূল বলেই দাবি বিরোধী শিবিরের।

Exit mobile version