Site icon প্রিয় বন্ধু মিডিয়া

গতকাল দুর্যোগের জন্য ছাড়, অবশেষে আজ চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়! কি হবে?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান করবে ব্যাঙ্কশাল আদালত। সবকিছু ঠিকঠাক থাকলে গতকালই এই রায়দান প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেত। এতক্ষণে সকলেই জেনে যেত যে, রাজ্যের মন্ত্রী জেল হলো, নাকি তিনি বেল পেলেন! তবে শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং গোটা কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ায় গতকাল আদালতের সমস্ত রকম কাজ বন্ধ ছিল। উপস্থিত ছিলেন না বিচারক। যার ফলে গতকাল সেই রায়দান প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আর আজ সেই রাজ্যের মন্ত্রীর জামিন মামলার রায়দান করবে আদালত।

ইতিমধ্যেই চন্দ্রনাথ সিনহার জামিনের বিরোধিতা করে তাকে হেফাজতে চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের পক্ষ থেকে চন্দ্রনাথ সিনহার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য তাদের প্রয়োজন। সেই কারণে সাত দিনের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিগত দিনের শুনানিতেই আদালত দুই পক্ষের বক্তব্য শুনেছে। আর তারপরেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আগামী মঙ্গলবার দুপুর দুটোর সময় এই মামলার রায়দান করা হবে। কিন্তু গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে আদালত না খোলায় এবং সমস্ত কাজকর্ম ব্যাহত থাকায় সেই রায়দান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়নি। আর তাই আজ রাজ্যের মন্ত্রীর জামিন মামলার রায়দান হতে চলেছে। যার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

বিরোধীদের দাবি, রাজ্যের এই মন্ত্রী নিয়োগ দুর্নীতি সম্পর্কে বেশ কিছু তথ্য জানেন। তাই তাকে হেফাজতে নিয়ে জেরা করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাই ইডির পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অত্যন্ত সাধুবাদ যোগ্য। তবে আদালত কি নির্দেশ দেবে, তা তাদের ব্যাপার। তবে যারা দুর্নীতি করেছে, যারা মানুষের চাকরি নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, তাদের জেলে দেখতে চায় বাংলা বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version