Site icon প্রিয় বন্ধু মিডিয়া

গতকালই উদ্বোধন করেছিলেন মমতা, রেকর্ড বৃষ্টিতে জলের তলায় পূজা মন্ডপ! মাথায় হাত উদ্যোক্তাদের!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে এখন মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়। কলকাতার পুজোগুলো এবং জেলার পুজোগুলো উদ্বোধন করতে শুরু করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস ছিল যে, পুজোয় বৃষ্টি কাটা হতে পারে আর গতকাল মধ্যরাত থেকেই রেকর্ড বৃষ্টি হয় শহর কলকাতা জুড়ে। ইতিমধ্যেই একাধিক পুজো মন্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। রেকর্ড পরিমান বৃষ্টি হওয়ায় রীতিমত চিন্তা শুরু হয়ে গিয়েছিল পূজা উদ্যোক্তাদের মধ্যে‌। আর অবশেষে সকাল হতেই দেখা গেল এক অন্য কলকাতা। যেখানে পুরো কলকাতা জলের তলায় ডুবে গিয়েছে।

গতকাল রাত থেকে শহর কলকাতা জুড়ে যে বৃষ্টি হয়েছে, তা এযাবৎকালের মধ্যে রেকর্ড বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। সেভাবে রাস্তায় গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। আর তার মধ্যেই সব থেকে বেশি চিন্তা তৈরি হয়েছে পূজো উদ্যোক্তাদের কাছে। কারণ, সামনেই পুজো। এত পরিমাণ বৃষ্টি হলে তারা কি করে মন্ডপের সাজসজ্জা রক্ষা করবেন? গতকাল মুখ্যমন্ত্রী যে পুজো উদ্বোধন করেছেন, সারারাত রেকর্ড বৃষ্টি হওয়ার পর সেই পুজো মন্ডপ রীতিমত জলের তলায়।

গতকালই বোসপুকুর তালবাগান সর্বজনীন ক্লাবের পূজা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। আর আজ সকালেই দেখতে পাওয়া যায় যে, পুরো পুজো মন্ডপ রীতিমত জলের তলায়। মন্ডপ নাকি রাস্তা, নাকি এলাকা জুড়ে তৈরি হয়েছে একটি ছোটখাটো পুকুর, তার কোনো কিছুই বোঝা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই সারা বছর ধরে পরিকল্পনার পর এত কষ্ট করে পুজো মণ্ডপ তৈরি করার পর যেভাবে বৃষ্টি এসে সবকিছু মাটি করে দিলো, তাতে মাথায় হাত পড়েছে পূজো উদ্যোক্তাদের। গোদের উপর বিষফোঁড়া হিসেবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আজ সকাল থেকেও কলকাতার আকাশের মুখ ভার। বেলা যত বাড়ছে, ততই বৃষ্টি হওয়ার প্রবণতা বাড়তে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই একদিকে গতকাল রাতের রেকর্ড বৃষ্টিতে পুজো মণ্ডপগুলোর বেহাল দশা, আর তার মধ্যে যদি জল না নেমে বরঞ্চ আরও বৃষ্টি হতে শুরু করে, তাহলে কিভাবে কলকাতায় এবারের দুর্গাপুজো সম্পন্ন হবে, সেটাই লাখ টাকার প্রশ্ন।

Exit mobile version