Site icon প্রিয় বন্ধু মিডিয়া

গ্রেপ্তার হলেও জেলে কাটাননি পার্থ? বিজেপি ক্ষমতায় এলেই সাইজ করার নিদান শুভেন্দুর!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে প্রায় সাড়ে তিন বছরের মত সময় জেলে থাকার পর কিছুদিন আগেই মুক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর তাকে নিয়ে সংবাদমাধ্যমের একটা অংশের কি আদিখ্যেতা! যা দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। একজন জেল খাটা, একজন দুর্নীতিগ্রস্ত অসৎ মানুষকে নিয়ে কেন এত মাতামাতি করা হচ্ছে! সেই প্রশ্ন রাজ্যবাসীর মধ্যে রয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় যখন বাইরে রয়েছেন, যখন তিনি নিজেকে আবারও সৎ বলে দাবি করছেন, তখন জেলে কি করে যন্ত্রণার মধ্যে কাটাতে হয়, তা তো পার্থ চট্টোপাধ্যায় উপলব্ধিই করেননি। ফলে বিজেপি যখন ক্ষমতায় আসবে, তখন এই সমস্ত লোককে সিধে করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন কালে তার দলের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হলেও, তাকে অসুস্থতার নাম করে বেশিরভাগ সময় হাসপাতালে রেখেই তিনি যাতে আরামে দিন কাটাতে পারেন, তার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

প্রায় সাড়ে তিন বছরের মত সময় জেল খেটে আসার পর কি করে একজন মানুষ আবার বড় বড় গলায় নিজেকে সৎ বলে দাবি করেন? সত্যিই কি তার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে করা মন্তব্যের পর এমনটাই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, তিনি আবার অর্পিতা মুখোপাধ্যায়কে নিজের বান্ধবী বলেও দাবি করেছেন। আর এই সমস্ত কিছু দেখে কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, পশ্চিমবঙ্গের একটা অংশ সংবাদমাধ্যমের কি পরিস্থিতি হয়েছে যে, এখন তাদের অন্য কোনো ইস্যু না দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে খবর করতে হচ্ছে। আর এবার সেই পার্থ চ্যাটার্জি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেমন কোনো প্রতিক্রিয়া না দিলেও শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় আসলে এই সমস্ত লোককে জেলের ঘানি কি করে টানাতে হয়, তা দেখিয়ে দেওয়া হবে। এমনকি তিনি গ্রেপ্তার হলেও এবং সাড়ে তিন বছরের মত সময় জেলে থাকলেও এখন জেলের যন্ত্রণা বুঝতে পারেননি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের বদান্যতায় তিনি অসুস্থতার নাম করে হাসপাতালে বিন্দাসে দিন কাটিয়েছেন। তাই বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত কেস আবার নতুন করে রিওপেন করে পার্থ চট্টোপাধ্যায়ের মত দুর্নীতিগ্রস্তদের জেলে থাকার যে যন্ত্রনা, তা উপলব্ধি করানো হবে বলেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন পার্থ চ্যাটার্জিকে নিয়ে শুভেন্দুবাবুকে আবার প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি এই সম্পর্কে কোনো কথা বলব না। তিন বছর দুই মাস জেল খেটেছেন। চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। যে ধারায় চার্জশিট হয়েছে, তাতে আরও ২ বছর ১০ মাস ওনাকে জেল খাটতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে বলব, বিজেপিকে আনুন। এই মামলাগুলো রি ওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব। আর প্রকৃত জেলে থাকবে। এরা জেলে তো ছিল না। কখনও পিজিতে ছিল, কখনও আর এন টেগোরে ছিল। এসি চালিয়ে টিভি দেখছে। সকালবেলা লুচি তরকারি, দুপুর বেলা পাঠার ঝোল, রাত্রিবেলা চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হয়েছে। বিজেপিকে আনুন, কি করে সিধে করতে হয় উত্তরপ্রদেশের মত, একেবারে সিধে করে ছেড়ে দেব।”

Exit mobile version