প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত তৃণমূল সরকারের আমলে বৃদ্ধি পেয়েছে যে তার বলার কিছু নেই। বারবার করে বিভিন্ন জায়গায় বিশেষ করে শহর কলকাতাতে দুষ্কৃতীদের জন্য সাধারণ মানুষের পথ চলা রীতিমত দায় হয়ে যাচ্ছে বলেই অভিযোগ। মাঝেমধ্যেই উত্তপ্ত হতে দেখা যায় গুলশান কালনীর মতো এলাকা। এর আগেও সেই এলাকায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর মত ঘটনা ঘটেছিল। সম্প্রতি ফের উত্তপ্ত হয়ে ওঠে সেই গুলশান কলোনি এলাকা। যেখান ভর সন্ধ্যেবেলা গুলি চালানোর পর রাতে আবার বোমাবাজির অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে প্রশ্ন উঠতে শুরু করে, প্রধান অভিযুক্ত এই ঘটনায় যিনি, তাকে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? তবে অবশেষে সেই মিনি ফিরোজকে গ্রেফতার করলো পুলিশ।
ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে, গুলশান কলোনিতে যে গুলি এবং বোমাবাজির ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করেছে মিনি ফিরোজ নামে প্রধান অভিযুক্তকে। এতদিন ধরে সেই মিনি ফিরোজের নামে বহু অভিযোগ ওঠা সত্ত্বেও পুলিশ নাকি তাকে খুঁজেই পাচ্ছিল না! এইরকম খবর সামনে এসেছিল। সংবাদমাধ্যমের ক্যামেরা তাকে খুঁজে পেলেও, এমনকি সেই মিনি ফিরোজ সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিল বানালেও, পুলিশের কেন তা নজরে আসছে না, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। অনেকে এটাও বলতে শুরু করেছিলেন যে, পুলিশ গ্রেফতার করবে না জন্যই এড়িয়ে যাচ্ছে। তবে অবশেষে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু মিনি ফিরোজকে পুলিশ গ্রেপ্তার করলেও বেশ কিছু প্রশ্ন থাকছে বিরোধীদের মধ্যে।
বিরোধীদের প্রশ্ন, এতদিন ধরে পুলিশ যখন এই মিনি ফিরোজকে গ্রেপ্তার করেনি, তখন বুঝে নিতে হবে যে, পুলিশের কাছে সেই রকম কোনো নির্দেশ ছিল না। আসলে এই মিনি ফিরোজরাই তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্যই একের পর এক জায়গায় ভোটে গায়ের জোরে জেতার চেষ্টা করে এই রাজ্যের শাসক দল। তাই বিতর্কের মুখে পড়ে হয়ত সেই মিনি ফিরোজকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু দুদিন পর এই ব্যক্তি আবার জামিন পেয়ে যাবে না তো? যদি সেই মিনি ফিরোজ জামিন পেয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে, পুলিশের এই পদক্ষেপ লোক দেখানো এবং নাটক ছাড়া আর কিছু নয় বলেই কটাক্ষ করছে বিরোধীরা।