Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হায় রে সাধের উন্নয়ন, এবার ন্যাশনাল মেডিকেলেও ঢুকে গেল জল! কিভাবে হবে চিকিৎসা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বড়াই করেন না, যে, তার সরকার, তার পৌরসভা নাকি রেকর্ড উন্নয়ন করে দিয়েছেন। এত বেশি উন্নয়ন করে দিয়েছে যে, আগামী ১০০ বছরেও সেই কাজ কেউ করতে পারবে না। অন্তত একদিক থেকে মুখ্যমন্ত্রী এই কথাটা ঠিকই বলেছেন। কারণ তার প্রশাসন, তার কলকাতা পৌরসভা, শহর কলকাতাকে এত ভালো করে সাজিয়েছে যে, পাঁচ ঘন্টার টানা বৃষ্টিতে পুরো কলকাতা আজ জলের তলায়। আর এতে যে জনজীবন বিপর্যস্ত, তাই নয়, সাধারণ মানুষ চিকিৎসার জন্য যেখানে যাবেন, আজ এই রেকর্ড বৃষ্টি এবং তার ফলে যে জমা জল তৈরি হয়েছে, তাতে সেই চিকিৎসা বিভাগেও তৈরি হয়েছে সংকটজনক পরিস্থিতি। ইতিমধ্যেই কলকাতার নামকরা ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরী বিভাগেও ঢুকে গিয়েছে জল। যার ফলে সকলেই টিপ্পনি কেটে বলছেন, সত্যিই উন্নয়নের মত উন্নয়ন করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

গতকাল রাতে মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। মুহূর্তের মধ্যে যে বৃষ্টি হয়েছে, তাতে জমা জল সরে যাবে, এমনটা কেউ আশা করছে না। তবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত বেশি করে দাবি করেন যে, শহর কলকাতার উন্নয়ন তার সরকার, তার পৌরসভা করেছে। সেখানে ঘন্টার পর ঘন্টা কেন জল থাকবে? গোটা কলকাতা কেন পড়ে থাকবে জলের তলায়? কেন পৌরসভার নিকাশি ব্যবস্থার সামান্য উন্নতি হবে না? বেলা গড়ানোর পরেও যখন জল নামছে না, তখন এই সমস্ত প্রশ্নই উঠতে শুরু করেছে। আর তার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজে জরুরি বিভাগেও ঢুকতে শুরু করেছে জল। যে খবর সামনে আসার পর রীতিমত চিন্তায় পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, এখন যদি কেউ বিপদে পড়ে কোনো অসুস্থতার কারণে সেই ন্যাশনাল মেডিকেল কলেজে যায়, তাহলে তার চিকিৎসা ঠিক মত হবে তো?

ইতিমধ্যেই যে চিত্র সামনে এসেছে, তাতে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরাও রীতিমত চিন্তার মধ্যে রয়েছেন। জরুরি বিভাগে জল ঢুকে পড়েছে। এক্সরে বিভাগেও জমা জল লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই সামান্য চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষরা এখন কি করবেন, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। বিরোধীদের কটাক্ষ, এটাই তো রাজ্যের উন্নয়ন। কলকাতা পৌরসভা, শহর কলকাতাকে এতটাই উন্নয়নের মোড়কে মুড়িয়ে দিয়েছে যে, হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী তো একদিক থেকে ঠিকই বলেছেন। তিনি যা করে দিয়েছেন, তার সরকার, তার পৌরসভা যা করে দিয়েছে, তা আর কেউ করতে পারবে না। সত্যিই তো তাই, যেভাবে রাস্তাঘাটের বিপর্যয়, যেভাবে নিকাশি ব্যবস্থার সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌরসভা এবং সরকার, তাতে এমন বিপর্যয় অন্তত আর কারও দ্বারা করা সম্ভব নয়। যার চরম খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে বলেই দাবি বিরোধীদের।

Exit mobile version