Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে হিন্দুরা ঐক্যবদ্ধ হতেই কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ! দায়ের‌ হলো মামলা! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে ক্রমাগত ঐক্যবদ্ধ হতে শুরু করেছে হিন্দুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষেন করেন বলে বারবার করে অভিযোগ করে বিরোধীরা। সেক্ষেত্রে মালদহ, মুর্শিদাবাদ এমনকি সম্প্রতি মহেশতলায় ঘটে যাওয়া ঘটনাকে সামনে এনে রাজ্যে হিন্দু সমাজ বিপন্ন বলে বিজেপির দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কালীগঞ্জের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশে দেখা গিয়েছে যে, হিন্দু ভোট ক্রমশ একত্রিত হচ্ছে। যা অবশ্যই বিজেপির কাছে খুশির কারণ এবং তৃণমূলের কাছে অত্যন্ত চাপের কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এসবের মধ্যেই এই রাজ্যের বুকে হিন্দুদের একত্রিত করার জন্য সন্ন্যাসীদের মধ্যে যিনি সবথেকে বেশি আওয়াজ তুলেছিলেন, সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপক কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার কি শুরু হয়ে গেলো ভয়ংকর চক্রান্ত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একসময় নাম না করে এই কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন। আর এবার সেই হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধেই চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক মহারাজ যাকে এখন গোটা রাজ্যবাসী খুব ভালো করেই চেনে, যিনি হিন্দুদের পক্ষে প্রতিনিয়ত তুলছেন এবং এই রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং শাসক দল তাদের বিরুদ্ধে কথা বলছেন, এবার সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেই উঠেছে ভয়ংকর অভিযোগ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে নবগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এখানেই প্রশ্ন যে, হঠাৎ করেই কার্তিক মহারাজের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠলো কি করে? তিনি তো হিন্দু সন্ন্যাসী। তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দায়ের করা হলো, তা কি সত্যিই মেনে নেওয়া যায়? অনেকে বলছেন, কার্তিক মহারাজ এই শাসকের বিরুদ্ধে এবং হিন্দুদের ঐক্যবদ্ধ করতে বারবার করে সোচ্চার হয়েছেন রাজ্যের দুর্নীতি নিয়ে তিনি মুখ খুলেছেন। সেই কারণেই এবার তার বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের প্রচেষ্টা শুরু হয়ে গেল।

ইতিমধ্যেই গোটা বিষয়ে সোচ্চার হয়েছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, বাংলাদেশে চিন্ময় প্রভুর যে অবস্থা, ঠিক একই অবস্থা এই পশ্চিমবঙ্গের হিন্দু সন্ন্যাসীদের। কার্তিক মহারাজের ঘটনায় তা আবার প্রমাণ হয়ে গেল। তিনি হিন্দুদের রক্ষা করতে আওয়াজ তুলছেন। শাসকের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তাই বাংলাদেশে যেভাবে হিন্দু সন্ন্যাসীদের ওপর উৎপীড়ন চলছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক একই কাজ এই রাজ্যের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করতে শুরু করেছে। তবে এটা বিনাশ কালে বিপরীত বুদ্ধি ছাড়া আর কিছু নয় বলেই দাবি করছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, কার্তিক মহারাজ যদি সত্যিই কোনো অন্যায় করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তিনি শাস্তি পাবেন। কিন্তু যে কার্তিক মহারাজ প্রতিনিয়ত হিন্দুদের হয়ে কথা বলছেন, এই রাজ্যের শাসকের বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধেই হঠাৎ করে এই ধরনের মামলা দায়ের সত্যিই নানা মহলে প্রশ্ন তৈরি করছে। কেননা এই রাজ্যের পুলিশের বিরোধীদের ক্ষেত্রে অতি সক্রিয়তা এবং প্রতিবাদীদের ক্ষেত্রে মিথ্যে কেস দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। তাই কার্তিক মহারাজ যিনি এতদিন শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এবার তার কন্ঠরোধ করতেই জঘন্য চক্রান্ত শুরু হয়ে গেল না তো? তবে দিনের শেষে এটাও সত্যি, যে তার বিরুদ্ধে যদি বিন্দুমাত্র এই সমস্ত ঘটনার কোনো সত্যতা থেকে থাকে, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি না থাকে, যদি সত্যিই এই ঘটনার পেছনে সুক্ষ্ম চক্রান্ত থাকে, তাহলে বুঝে নিতে হবে, রাজ্যে যেভাবে হিন্দুরা জেগে উঠছে, তাতে হিন্দুদের এই ঐক্যবদ্ধ রূপকে ভয় পাচ্ছে নবান্ন বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের।

Exit mobile version