Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাওড়া ব্রিজে পুলিশের টাকা লেনদেনের ভিডিয়ো ভাইরাল, সাসপেন্ড দুই আধিকারিক

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি হাওড়া ব্রিজে ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একটি গাড়িকে ব্রিজের উপর দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সাদা উর্দিধারী পুলিশ আধিকারিকেরা। ভিডিওর দৃশ্য অনুযায়ী, গাড়িচালকের হাতে কিছু টাকা, আর তাঁর পাশ থেকে ভিডিও রেকর্ডিং চলছে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। সাসপেন্ড করা হয়েছে দুই পুলিশ আধিকারিককে, যাঁদের মধ্যে এক জন এএসআই পদমর্যাদার এবং অপরজন কনস্টেবল। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায়, এক উর্দিধারী আধিকারিক গাড়ির চালকের দিকে এগিয়ে এসে কিছু বলেন। এরপর আর এক পুলিশকর্মীও এসে যোগ দেন কথোপকথনে। গাড়িচালক তখন বলেন, “আমি পালাচ্ছি না স্যার, ১০ টাকা কম আছে। আমার কাছে নেই তো কী করব?” কথাবার্তার মাঝেই চালকের হাতে থাকা কিছু নোট গ্রহণ করেন একজন উর্দিধারী। ভিডিওর শেষে গাড়িটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। এই দৃশ্য ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক এবং পুলিশের ভূমিকা নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন।

ভিডিওটি গাড়ির ভিতর থেকেই কেউ রেকর্ড করেছেন, যদিও তাঁকে দেখা যায়নি। দেখা গেছে কেবল চালকের হাত ও তাতে ধরা টাকা। এই ঘটনার জেরে সামাজিক মাধ্যমে পুলিশের দায়িত্ব ও সততা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। রাতের বেলা এমন অনৈতিক লেনদেনের অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জনমতের চাপেই দ্রুত পদক্ষেপ নেয় লালবাজার।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে যাঁদের দেখা গেছে তাঁদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা ডিউটিতে ফিরতে পারবেন না। বিভাগীয় তদন্তে এই ভিডিওর সত্যতা, ঘটনার দিনক্ষণ, এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Exit mobile version