Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হুমায়ুনের বাবরি শিলান্যাস! “বিজেপি ক্ষমতায় এলেই প্রত্যেকটি ইঁট খুলে নেওয়া হবে” সোচ্চার যোগীর মন্ত্রী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ইতিমধ্যেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে ঠিকই। কিন্তু সবটাই লোক দেখানো বলে কটাক্ষ করছে বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূল বুঝতে পেরেছে যে, হিন্দু ভোট তাদের দিকে থাকবে না। তাই বাবরি মসজিদের শিলান্যাস করা হুমায়ুনবাবুকে আগেভাগেই সাসপেন্ড করে তারা নাটক করছে বলেই দাবি বিরোধীদের। আর এসবের মধ্যেই এবার উত্তরপ্রদেশের যোগী সরকারের উপ মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এসব বরদাস্ত করা হবে না। এমনকি হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার পেছনেও তৃণমূলের নাটক রয়েছে বলে দাবি করলেন তিনি।

ইতিমধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। তবে সকলের একটাই প্রশ্ন, কেন বাবরের নামেই মসজিদ করতে হবে? যে বাবর ভারতবর্ষের আক্রমণকারী, তার নামে কেন মসজিদ হবে? তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুন কবীরের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। বোঝানোর চেষ্টা করছে যে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবে এই হুমায়ুন কবীরের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ যে নাটক ছাড়া কিছু নয়, তা স্পষ্ট করে দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতায় এলে বাবরের নামে মসজিদ হলে তার প্রত্যেকটি ইট খুলে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।

এদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন উত্তরপ্রদেশের যোগী সরকারের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, “মুসলিম তুষ্টিকরনের নোংরা রাজনীতি চলছে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা নাটক। বাবরের নামে একটি ইঁটও যদি গাঁথা হয়, ওখানে বিজেপি সরকার গড়তে চলেছে। প্রত্যেকটি ইঁট খুলে ফেলা হবে।”

Exit mobile version