Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা! “পেছনে মমতাই” বিস্ফোরক রাহুল সিনহা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই তৃণমূল তাকে সাসপেন্ড করেছে। তবে সেই সাসপেন্ড লোক দেখানো বলে পাল্টা দাবি করেছে বিজেপি। আর এসবের মধ্যেই হুমায়ুন কবীর আজ যে দল গঠন করতে চলেছেন, তা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তিনি প্রকৃত অর্থে কার হয়ে কাজ করবেন, তা নিয়ে নানা মহলে চর্চা চলছে। আর তার মধ্যে হুমায়ুন কবীর মমতা ব্যানার্জির তৈরি বলেই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

আর কিছু সময় পরেই হুমায়ুন কবীর নতুন দলের ঘোষণা করবেন। তবে যেদিন তাকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করেছিল এবং তিনি নতুন দল গঠন করার কথা জানিয়ে দিয়েছিলেন, সেদিন থেকেই পাল্টা প্রশ্ন তুলেছিল বিজেপি। বিজেপি দাবি করতে শুরু করেছিল যে, হুমায়ুন কবীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামত চলছে। মুসলিম ভোট তৃণমূল ঠিকমতো পাবে না। তাই সেই ভোট যাতে বিজেপির দিকে না যায়, তার জন্য হুমায়ুন কবীরকে দিয়ে অন্য একটা দল তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে বরাবরই তৃণমূল এবং বিজেপি, দুই দলের বিরুদ্ধেই যে তার নতুন দল গঠন, তা জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবীর। তবে এবার তার নতুন দল গঠনের আগেই গোটা ঘটনার পেছনে যে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। আর সেখানেই তিনি বলেন, “হুমায়ুন কবীর কার জন্য কাজ করছে, সেটা আগে স্পষ্ট হোক। আমরা এখনও মনে করি, মমতা ব্যানার্জির হাতেই ও তামাক খাচ্ছে। কারণ মুসলমানদের মধ্যে একটা বিশাল সংখ্যক মুসলমান, যারা তৃণমূলকে আর দেবে না। সেই মুসলমানদের ভোটটা বিজেপির দিকে চলে আসতে পারে। আর সেই ভয়ের কারণের জন্যই এই হুমায়ুন কবীরকে তৈরি করেছে মমতা ব্যানার্জি।”

Exit mobile version