Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ইটের বদলে পাটকেল” হুঁশিয়ারি সিদ্দিকুল্লার! “ওকেই তো তৃণমূলের ব্লক সভাপতি ইট মেরেছে” পাল্টা শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআরের আবহে তৃণমূলের নেতা-মন্ত্রীরা রীতিমত আতঙ্কিত। যার ফলে এমন কিছু মন্তব্য করছেন তারা, যার জন্য নিজেরাই বিতর্কের শিরোনামে উঠে আসছেন। কখনও বিরোধী দলকে দেখে নেওয়ার কথা বলছেন। আবার কখনও বা একটা অবৈধ ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না বলে হুমকি দিচ্ছেন। আর এসবের মধ্যেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ইটের বদলে পাটকেল খেতে হবে বলে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। আর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে তৃণমূলের ব্লক সভাপতির কাছেই তো তিনি ইটের আঘাত খেয়েছেন বলে মন্ত্রীকে চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এই রাজ্যে এসআইআর শুরু হতেই তৃণমূল যে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ বিরোধীরা দাবি করছে যে, তৃণমূল খুব ভালো মতই জানে, এসআইআর যদি সঠিকভাবে হয়, তাহলে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। আর এতদিন তারা এই অবৈধ ভোটারদের সাহায্যেই একের পর এক ভোটে জিতে এসেছে। ফলে তাদের নাম বাদ গেলে তৃণমূল যে জিততে পারবে না, সেই আতঙ্কেই যে তাদের নেতা-মন্ত্রীরা এখন হুমকি, হুঁশিয়ারি দিয়ে ভয় দেখানোর রাজনীতি করছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে সকলের কাছে। আর এসবের মধ্যেই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আবার বড় বড় গলায় দাবি করেছেন যে, ইটের বদলে পাটকেল খেতে হবে। তবে তার এই হুমকি, হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন মন্ত্রীকে এই যে তৃণমূলের ব্লক সভাপতিই পাত্তা দেয় না এবং তার কাছেই যে মন্ত্রীকে অপমানিত হতে হয়েছে, সেই কথা স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সিদ্দিকুল্লা চৌধুরীর “ইটের বদলে পাটকেল” এই মন্তব্য নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কাকে ইট, পাটকেল মারব বলছেন? ওকে তো তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আমেদ ইট মেরেছে। তাহলে পাটকেল মারলে আগে আমেদকে মারুক। আমরা দূরে আছি। আমরা বাইরে থেকে দেখব।”

Exit mobile version