Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফের ইউনুসের দাদাগিরি, ভারতের আবেগে চরম আঘাত দিলো বাংলাদেশ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অসভ্যতা যেন কমছে না কিছুতেই। বারবার করে ভারত চাইছে, যেন দুই দেশের মধ্যে সম্পর্কের শিথিলতা গড়ে উঠুক। কিন্তু সেই সমস্ত কিছুকে ভুলে বাংলাদেশ যেভাবে অসভ্যতা শুরু করেছে, তার আরও এক নজির সামনে চলে এলো। যেখানে বাংলাদেশের ইউনুস সরকারের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হলো এবং যেভাবে সেই কাজ শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে গর্জে উঠছে গোটা ভারত।

জানা গিয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশের ইউনুস সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই নির্দেশিকা সামনে আসতেই রীতিমতো ভারতের আবেগে আঘাত লেগেছে। কিন্তু কি সেই নির্দেশিকা? ইউনুস সরকারের পক্ষ থেকে ময়মনসিংহে থাকা সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটে ভাঙার কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই একজন প্রখ্যাত মানুষ, যাকে ভারতের আবেগ বলা হয়, তার পৈতৃক ভিটে যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার ভাঙতে শুরু করেছে, তাতে ভারতের পক্ষ থেকেও আওয়াজ উঠছে যে, এবার বাংলাদেশকে জবাব দেওয়া হোক।

বিশেষজ্ঞরা বলছেন, ইউনুস প্রশাসন জীবনে নিজেদেরকে শুধরে নেবে না। উল্টে ভারত যতই তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করুক না কেন, কিন্তু তারা এই অসভ্যতা করেই যাবে। আর তার জলজ্যান্ত প্রমাণ, এই সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটে ভাঙ্গার নির্দেশিকা সামনে আসার মধ্য দিয়েই পাওয়া গেল। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মধুরতা তৈরি করার চেষ্টা করলেও, তারা যে সিদ্ধান্ত এবার নিয়ে নিলো, তারপর আর বাংলাদেশের সঙ্গে সখ্যতা বজায় রাখা উচিত নয় বলেই দাবি উঠছে ভারতের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই ইউনুস সরকারের এই দাদাগিরিমূলক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার ভারতের পক্ষ থেকে প্রশাসনিক ভাবে কোনো বার্তা বাংলাদেশকে পাঠানো হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version