Site icon প্রিয় বন্ধু মিডিয়া

যাহ্, শেষ সম্বলটাও এভাবে গেল? তৃণমূলের মুসলিম ভোট নিয়ে ভয়ংকর কথা বলে দিলেন ত্বহা সিদ্দিকী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন তৃণমূল কংগ্রেসের সবেধর নীলমনি ছিলো সংখ্যালঘু ভোট। সেই জন্য বিজেপির পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযোগ করা হতো যে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে তাদের ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার কাজ করছে। আর অন্যদিকে তৃণমূল যে সংখ্যালঘু ভোট পেয়ে খুব সহজেই ক্ষমতায় আসবে বলে এতদিন নিশ্চিন্ত ছিলো, তাদের এবার চিন্তা তৈরি হয়েছে সেই সংখ্যালঘু ভোট নিয়েই। তৃণমূল এতদিন দাবি করতো যে, সংখ্যালঘুরা তাদের সঙ্গেই আছে। কিন্তু সেই সংখ্যালঘুদের যে মোহভঙ্গ হতে শুরু করেছে, তা এবার স্পষ্ট হয়ে গেল, ত্বহা সিদ্দিকীর মন্তব্যের মধ্যে দিয়েই। যে মন্তব্য সামনে আসার পর রীতিমত শাসক দলের ঘুম উড়তে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই হুমায়ুন কবীরের মত সংখ্যালঘু মুখ তৃণমূলের বাইরে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছেন। অন্যদিকে আইএসএফ রয়েছে‌ তারাও সংযুক্ত মোর্চা গঠন করে এবারের ভোটের লড়াই করতে পারেন বলেই মনে করা হচ্ছে। আর যদি এভাবেই সংখ্যালঘু মুখ যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন দলের, তারা যদি পৃথক পৃথক ভাবে, ছন্নছাড়া ভাবে লড়াই করেন, তাহলে সংখ্যালঘুদের সমর্থন পুরোটাই যে তৃণমূলের দিকে যাবে না, তা বলাই যায়। ফলে তৃণমূল এখন যতই লাফালাফি করুক এবং সংখ্যালঘু ভোট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকুক না কেন, সংখ্যালঘুদের মধ্যেও যে তৃণমূলের প্রতি বিমুখতা বেড়েছে, তা ত্বহা সিদ্দিকীর মত সংখ্যালঘু মুখের মন্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। কিন্তু ঠিক কি বলেছেন তিনি?

এদিন তৃণমূলের পক্ষে সংখ্যালঘু ভোট যে থাকবে না, সেই ব্যাপারে বড় মন্তব্য করেন ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, “তৃণমূলের মুসলিম ভোটে অলরেডি ভাঙ্গন ধরে গিয়েছে। ভাঙ্গন ধরে গিয়েছে। সেই ভাঙ্গনটাকে রোখার জন্য এই এসআইআরকে সামনে রেখে বিভ্রান্তি তৈরি করার জন্য আবার গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই আমি মনে করি।” আর ত্বহা সিদ্দিকীর মত বড় সংখ্যালঘু মুখ, যিনি এককালে তৃণমূলের সঙ্গে ছিলেন, তিনি যখন এই কথা বলছেন, তখন বুঝে নিতে হবে যে, এবার ২৬ এর নির্বাচনে হিন্দু ভোট তো তৃণমূল পাবেই না। এমনকি যে সংখ্যালঘু ভোটের সবটা পেয়ে তারা ক্ষমতায় এসেছে, এবার সেখানেও যে বড়সড় ভাঙ্গন ধরতে চলেছে এবং তার ফলে যে তৃণমূলের শেষ সম্বলটুকুও তারা হারাতে বসেছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version