Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“জয় নিতাই” বাংলা দিয়েই বক্তব্য শুরু করলেন মোদী! জনতার কাছে ক্ষমাও চাইলেন প্রধানমন্ত্রী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সকলেই আশা করেছিলেন যে, প্রধানমন্ত্রী আজ মতুয়া গড়ে উপস্থিত থেকে বার্তা দেবেন। কিন্তু তার ইচ্ছা থাকলেও অনেক সময় আবহাওয়ার প্রতিকূলতার কারণে সবকিছু সম্ভব হয় না। আর সেটাই আজ হয়েছে। প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে রওনা দিয়েছিলেন তাহেরপুরের উদ্দেশ্যে। কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে সেখানে তার কপ্টার নামতে পারেনি। যার ফলে আবার তা ফিরে গিয়েছে দমদম বিমানবন্দরে। আর সেখানেই ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে মন চাইলেও, যেভাবে তিনি সেই সভায় পৌঁছতে পারলেন না, তার জন্য সকলের কাছে ক্ষমা চাইতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয়, একেবারে বাংলার মন ছুঁয়ে জয় নিতাই বলে মতুয়া গড় থেকে বাংলা ভাষায় নিজের বক্তব্য শুরু করলেন নরেন্দ্র মোদী।

আজ গোটা রাজ্যবাসী তাকিয়ে ছিলেন প্রধানমন্ত্রীর তাহেরপুরের সভার। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তার কপ্টার সেখানে পৌঁছতে পারেনি। যার ফলে দমদম বিমানবন্দর থেকেই তিনি ভার্চুয়ালি সেই সভায় বার্তা দেন। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বাংলা দিয়েই নিজের বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী। আর মতুয়া ঘরে যে শব্দ বন্ধনী দিয়ে মতুয়া সম্প্রদায়ের মন জয় করতে হয়, ঠিক সেই শব্দ বন্ধনী দিয়েই নিজের বক্তব্য শুরু করলেন নরেন্দ্র মোদী।

এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে প্রথমে “জয় নিতাই” বলে নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। বাংলা ভাষায় বক্তব্য শুরু করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জয় নিতাই। বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা।” আর তারপরেই প্রতিকুল আবহাওয়া থাকার কারণে যেভাবে তার কপ্টার সেই সভাস্থলে নামতে পারেনি এবং তিনি সশরীরে সেখানে পৌঁছতে পারেননি, তার জন্যও জনতার কাছে ক্ষমা চেয়ে নেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমি ক্ষমাপ্রার্থী। আবহাওয়া খারাপ থাকার কারণে আপনাদের কাছে পৌঁছতে পারিনি। কুয়াশার কারণে সেখানে কপ্টার নামার পরিস্থিতি ছিলো না। তাই টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলছি।”

Exit mobile version